এই ঘটনার ফলে মেট্রো চলাচল ব্যাহত হয়। (ছবি প্রতীকি)
নিউ দিল্লি: ৫৭ বছরের এক প্রৌঢ় আচমকা পড়ে গেলেন মেট্রো রেলের লাইনে। তাঁর পায়ের ওপর দিয়ে চলে গেল মেট্রো রেল। বস্ত্রমন্ত্রকের কর্মী ওই প্রৌঢ় দিল্লির দিলশাদ গার্ডেন স্টেশনে দাঁড়িয়ে তাঁর স্ত্রী-র সঙ্গে অপেক্ষা করছিলেন। ওই সময়ই ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগেই তিনি লাইনে পড়ে যান মুখ থুবড়ে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, পড়ে যাওয়ার আগে তিনি লাইনের ঠিক ধারে দাঁড়িয়ে ছিলেন। মেট্রো কর্তারা প্রাথমিকভাবে অনুমান করেছিলেন, এটি একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই ভদ্রলোকের নাম জাকারিয়া কোশি। তিনি গাজিয়াবাদের শালিমার গার্ডেনের বাসিন্দা। এই ঘটনার ফলে ট্রেন চলাচল খানিকক্ষণের জন্য ব্যাহত হয়।
বেলঘরিয়ায় ব্যবসায়ীকে গুলি করে খুন
সকাল সাড়ে ন'টা নাগাদ দিল্লি মেট্রোর পক্ষ থেকে টুইট করে জানায়, শাহদারা এবং দিলশাদ গার্ডেনের মেট্রো চলাচল ব্যাহত হয়, এক ব্যক্তির লাইনের ওপর পড়ে যাওয়ার কারণে।
ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।