"উনি অসুস্থ ছিলেন। এটা আত্মহত্যা না খুন, তা বুঝছি না"। বলেন রীনা মণ্ডল।
শিলিগুড়ি: বুধবারই উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দিনহাটায় রীতিমত ধুন্ধুমার নির্বাচনী সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সেই শিলিগুড়ির বিজেপি বুথ অফিসের এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন প্রথম ওই মৃতদেহটি দেখার পরেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম নিত্য মণ্ডল। বয়স ৪২ বছর। তিনি পেশায় শ্রমিক। সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে তাঁর স্ত্রী রীনা মণ্ডল জানান, “কারও সঙ্গে কোনও ঝামেলা বা শত্রুতা ছিল না তাঁর। উনি অসুস্থ ছিলেন কয়েকদিন ধরে। বুঝতে পারছি না, এটা আত্মহত্যা নাকি খুন”।
আইসিইউতে ভর্তি রোগিনীকে গণধর্ষণ! অভিযুক্ত হাসপাতালের চার কর্মী, এক মহিলা
বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন যে, এই ঘটনা পশ্চিমবঙ্গের ‘জঙ্গলরাজ'-এর একটি কদর্য নিদর্শন। তিনি নির্বাচন কমিশনকে ব্যবস্থাগ্রহণেরও আর্জি জানান।
“বাংলায় জঙ্গলরাজ চলছে। এই ঘটনার বিষয়ে তদন্ত করুক নির্বাচন কমিশন। এই রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। বিজেপি কর্মীরা প্রায়শই খুন হচ্ছেন। তৃণমূল কংগ্রেস কি একটি রাজনৈতিক দল নাকি খুনিদের সংগঠন? অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। রাজ্যের মানুষ ভোটেই এই জবাব দেবেন”, বলেন তিনি।