সাতদিন আগেই অভিযুক্তের স্ত্রী একটি কন্যাসন্তান প্রসব করেছে।
জয়পুর: ফের একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটল। রাজস্থানের ঝুনঝুনু আদালত পকসো(প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে শুক্রবার এক ব্যক্তিকে গত অগস্ট মাসের দু’তারিখ এক নাবালিকাকে ধর্ষের জন্য মৃত্যুদণ্ড দিল।
পকসো আদালতের বিশেষ কৌঁসুলী নন্দকিশোর জানালেন, এইটাই হল প্রথম মামলা, যেখানে আদালতে চালান জমা দেওয়ার কুড়িদিনের মধ্যেই অভিযুক্তের ফাঁসির আদেশ দেওয়া হল। নন্দকিশোর বলেন, অভিযুক্তের নাম বিনোদ বানজারা। বয়স 23 বছর। রাজস্থানের দৌসার বাসিন্দা বিনোদ বাসনকোসন বিক্রি করে। সেটাই তার মূল রুটিরুজি বলে জানান নন্দকিশোর। বিচারপতি নীরজা দাধিচ বিনোদ বানজারাকে ফাঁসির আদেশ শোনান।
জানা গিয়েছে, গত অগস্ট মাসে দু’তারিখ ওই তিন বছরের শিশুটিকে ধর্ষণ করে বিনোদ। ওই শিশুটি সেইসময় তার দাদু-দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। বাসনকোসন বিক্রি করতে বেরিয়ে ওই শিশুটিকে বিনোদের চোখে পড়ে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। সে শিশুটিকে তারপর ধর্ষণ করে চম্পট দেয়। শিশুটির দিদা বাড়ি ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করে।
সিসিটিভি ফুটেজ দেখে বিনোদকে ধরে পুলিশ। নিজের অপরাধের কথা স্বীকারও করেছিল সে।
নন্দকিশোর জানান, মাত্র সাতদিন আগেই বিনোদ নিজেই এক শিশুকন্যার পিতা হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)