This Article is From Jan 23, 2019

এক মাসে বাড়ির বিদ্যুতের বিল এল ২৩ কোটি টাকা!

তাঁর বাড়িতে ২ কিলোওয়াট বিদ্যুতের কানেকশন। খরচ হয়েছে মাত্র ১৭৮ ইউনিট বিদ্যুৎ।

এক মাসে বাড়ির বিদ্যুতের বিল এল ২৩ কোটি টাকা!

২৩ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৫২৪ টাকা। এক মাসের বিলের খরচ!

হাইলাইটস

  • আব্দুল বাসিতের বাড়িতে ছিল ২ কিলোওয়াটের বিদ্যুতের কানেকশন
  • ২৩ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৫২৪ টাকা। এক মাসের বিলের খরচ!
  • "গোটা উত্তরপ্রদেশের বিলই আমার ঘাড়ে এসে পড়েছে বলে মনে হচ্ছে", বলেন তিনি
কনৌজ:

সারা মাসের বিদ্যুৎ তো খরচ করলাম, কিন্তু বিল আসবে কত? এ নিয়ে চিরকালই মধ্যবিত্তের কপালে পড়েছে দুশ্চিন্তার একের পর এক জটিল ভাঁজ। হাতে বিল পাওয়ার পর সেই ভাঁজ কখনও জটিলতর হয়েছে, কখনও বা মসৃণ হয়েছে। তারপর তো লাইনে বা অনলাইনে ‘হাম বিল দে চুকে সনম' বলে হাঁফ ছেড়ে বাঁচা। কিন্তু উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা আব্দুল বাসিতের জীবনে এমন হাঁফ ছেড়ে বাঁচার কাহিনী নেই। তাঁর বাড়িতে ২ কিলোওয়াট বিদ্যুতের কানেকশন। খরচ হয়েছে মাত্র ১৭৮ ইউনিট বিদ্যুৎ। তার জন্য খরচ কত হয়েছে জানেন? ২৩ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৫২৪ টাকা। এক মাসের বিলের খরচ!

আরও পড়ুনঃ বড় পদ দিয়ে সক্রিয় রাজনীতির ইনিংস শুরু করলেন প্রিয়াঙ্কা

“আমার তো মনে হচ্ছে, গোটা উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিল আমার নামে করে দেওয়া হয়েছে। আমি সারাজীবন ধরে রোজগার করে গেলেও এই ভয়ঙ্কর পরিমাণ অর্থ কোনওদিনও মেটাতে পারব না”, সংবাদসংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে এই কথা বলেন আব্দুল বাসিত।

যদিও, উত্তরপ্রদেশের বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের পরীক্ষা করে দেখা হবে আব্দুল বাসিতের বাড়ির মিটার। তারপর নতুন বিল বানানোর পর সেই অর্থ তাঁকে দিতে হবে।

tv0utfj4


(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.