ভ্যালেন্টাইন্স ডে-র দিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন
হাইলাইটস
- জুনেইদ খান ওই যুবক জয়া সিং পরমর নামে এক রূপান্তরকামীকে বিয়ে করেন
- তারা দুজনে প্রথমে হিন্দু মতে একটি মন্দিরে বিয়ে করেন
- ১৪ ই ফেব্রুয়ারি তারা মুসলিম প্রথায় নিকাহ সেরে নেন
ইন্দোর: মধ্যপ্রদেশে এক ব্যক্তি ভ্যালেন্টাইন্স ডে-র দিন তার ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তবে এই লাভ স্টোরিতে একটা টুইস্ট আছে। তার জীবনের ভালোবাসার মানুষটি আদতে ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামী এবং বরপক্ষের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি।
পুনরায় অর্থমন্ত্রীর পদে ফিরে এলেন অরুণ জেটলি, যোগ দেবেন জঙ্গি হামলার মিটিং-এ
বাবা-মায়ের সমর্থন ছাড়াই জুনেইদ খান নামে ইন্দোরের বাসিন্দা ওই যুবক জয়া সিং পরমরের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন।
তারা দুজনে প্রথমে হিন্দু মতে একটি মন্দিরে বিয়ে করেন। তারপরে ১৪ ই ফেব্রুয়ারি তারা মুসলিম প্রথায় নিকাহ সেরে নেন।
হিন্দু ও মুসলিম উভয মতেই বিযে করেন তারা
গত দু'বছর ধরে জুনেইদ এবং জয়া পরস্পরের প্রেমে ডুবে রয়েছেন। কিন্তু দিন ১৫ আগে জুনেইদ তাকে নিজের ভালোবাসার কথা জানিয়ে প্রোপোজ করেন। তখনই তারা সিদ্ধান্ত নেন বিশ্বব্যাপী ভালোবাসার উৎসবের দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-তে বিয়ে করবেন। তাদের একান্ত প্রার্থনা, জুনেইদের পরিবার যেন তাদের মেনে নেয়।
জঙ্গি হামলার দায় অস্বীকার পাকিস্তানের, বলল ''গুরুতর চিন্তার বিষয়''
সংবাদ সংস্থা এএনআই-কে জুনেইদ বলেন, ‘‘আমি শুধু চাই পরিবার আমাদের মেনে নিক। তবে ওরা মেনে না নিলেও আমি জয়ার সঙ্গেই থাকব। আমি ওকে খুব ভালোবাসি এবং সব সময় ওকে আনন্দে রাখবো।''
জয়া বলেন, ‘‘বিয়ে আমার কাছে একটা বড় বিষয়। ভারতের সমাজ ব্যবস্থায় যে কোন রূপান্তরকামীর কাছে বিয়ে একটা খুব বড় বিষয়।''
জয়া আরও বলেন, ‘‘জুনেইদের বাবা মা আমাদের এই বিয়ের বিপক্ষে ছিলেন। তা সত্বেও জুনেইদ আমাকে বিয়ে করলো। আমি এটুকুই আশা করি যে ওরা তাড়াতাড়ি আমাকে মেনে নেবেন নিজেদের পুত্রবধূ হিসেবে।''
আরও খবর দেখুন এখানে