ভিডিওয় ব্যবহৃত বন্দুকটি ও রেকর্ডিং করা হয়েছিল যে মোবাইলে, সে দু’টি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
নয়াদিল্লি: জন্মদিনে আলাদা কিছু করতে হবে। এই কথাটা মাথায় আসাই কাল হল ৩২ বছরের ফয়জনের। আপাতত তিনি শ্রীঘরে। টিকটকে (TikTok) একটি ভিডিও আপলোড করার অপরাধে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি (Delhi) পুলিশ। কী করেছিলেন তিনি? আসলে জন্মদিনে অন্য রকম কিছু করার লক্ষ্যে তিনি আকাশে গুলি ছুড়তে শুরু করেন একটি দেশি পিস্তল থেকে! ক্রমে সেই ভিডিও ভাইরাল হয়ে পুলিশের কাছে পৌঁছে যায়। অবশেষে গারদের পিছনে ফয়জন। অনলাইনে বন্দুকের গুলি চালানোর ভিডিও পোস্ট করার অপরাধে। ঘটনা দিল্লির। সেখানকার চাঁদনি মহলের বাসিন্দা তিনি। ১১ আগস্ট তাঁর জন্মদিন। ১০ তারিখ শেষ হয়ে ১১-তে পা দেওয়ার পরেই তিনি গুলি চালানো শুরু করেন। তারপর সেই ভিডিও পোস্ট হয়ে যায় টিক টকে। ক্রমে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও।
একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘ভিডিওটি প্রথমে টিক টকে আপলোড করা হয়। ক্রমে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদিতেও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে/পরীক্ষা করে ধরা পড়ে ঘটনাস্থল চাঁদনি মহলের সুইওয়ালা।''
6 Top Tiktok Videos: ছুটির দিন মুড অন যদি 'সাঁইয়া সাইকো' সঙ্গ দেন!
ওই বিবৃতিতে জানানো হয়, ফয়জন নিজের জন্মদিনে আলাদা কিছু করতে চেয়ে সিদ্ধান্ত নেন আকাশে গুলি চালানোর ভিডিও পোস্ট করবেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘১০ তারিখ ফয়জন ওঁর ৩২তম জন্মদিনের প্রাক্কালে পরিকল্পনা করেন ভিন্ন ভাবে জন্মদিন পালন করবেন। এরপর তিনি একটি দেশি পিস্তল জোগাড় করেন চাঁদনি মহল এলাকা থেকে এবং তারপর ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করেন নিজেকে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত করে তুলতে চেয়ে।''
৪ বছরের বাচ্চা গাড়ি উপহার চাইল জোমাটোর কাছে.....তারপর?
ভিডিওয় ব্যবহৃত বন্দুকটি ও রেকর্ডিং করা হয়েছিল যে মোবাইলে, সে দু'টি বাজেয়াপ্ত করেছে পুলিশ।