একটি কুড়ুল নিয়ে এসে সকলের সামনেই নিজের পুত্রকে কুপিয়ে মেরে ফেলেন বাবা (ছবি প্রতীকী)
সাগর: পুত্র অ্যালকোহলিক। মদ ছাড়া থাকতে পারত না এক মুহূর্ত। বহু বারণ করা সত্ত্বেও কখনও কানে তোলেনি পরিজনদের কথা। নিয়মিত লেগেই থাকত অশান্তি ও ঝামেলা। পুত্রের এই ‘স্বভাব' আর সহ্য করতে না পেরে তাকে কুপিয়ে মেরে ফেলল নিজের বাবা। মৃতের নাম অভয় গাঙ্গেলে। তিনি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার পুলিশ কনস্টেবল। পুলিশ থকেও তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। গত কয়েকমাস ধরে তিনি মধ্যপ্রদেশের সাগরের গোপালগঞ্জ এলাকায় নিজের বাড়িতেই থাকতেন। পুলিশ জানায়, মদ খেয়ে এসে প্রায়ই বাড়ির লোকজনদের মারধর করত অভয়। শুধু তাই নয়, পাড়া-প্রতিবেশিদের সঙ্গেও নিয়মিত ঝামেলা লেগেই থাকত তাঁর।
শিলদা হানায় অভিযুক্ত কুখ্যাত মাওবাদী বিক্রমকে জামিন দিল কলকাতা হাইকোর্ট
বুধবার এমনই মদ খেয়ে নিজের বাড়ি এসে ঝামেলা শুরু করে সে। ঘরে তখন কয়েকজন আত্মীয় ছিলেন। কোনও প্ররোচনা ছাড়াই তাঁদেরও অভয় মারধর ও গালিগালাজ করেন বলে অভিযোগ। আর ‘সহ্য' করতে না পেরে ঘরের ভিতর থেকে একটি কুড়ুল নিয়ে এসে সকলের সামনেই নিজের পুত্রকে কুপিয়ে মেরে ফেলেন বাবা সন্তোষ গাঙ্গেলে।
তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)