পুলিশের সন্দেহ, অম্রুতা ও প্রণয়ের পরিবারের সদস্যদের হাত রয়েছে হত্যার পিছনে।
হায়দরাবাদ: অন্য জাতে বিয়ের শাস্তি স্ত্রী’র সামনে কুপিয়ে হত্যা। এমনই এক ঘটনা ঘটল তেলেঙ্গানার নালগোন্ডা জেলায়। হায়দরাবাদ থেকে দেড়শো কিলোমিটার দূরে দিনের আলোতে মিরালগুড়া টাউনে বিয়ের ছ’মাসের মাথায় কুপিয়ে হত্যা করা হল ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে প্রণয় কুমার নামের ওই ব্যক্তি তাঁর স্ত্রী অম্রুতা বর্ষিণীর সঙ্গে একটি হাসপাতাল থেকে আসছিলেন। সেই সময় তাঁকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, এক যুবক প্রণয় কুমারকে পিছন থেকে আক্রমণ করে তাঁর ঘাড়ে ধারালো চাপাতি চালিয়ে দেয়। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রণয় কুমারের। তার ওপর তখনও চাপাতি চালিয়ে যাচ্ছিল আততায়ী। তাঁর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার পর চাপাতি ছুঁড়ে ফেলে দিয়ে আততায়ী চম্পট দেয়। অম্রুতা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ‘মৃত’ বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিজেদের পরিবারের অমতে গিয়ে ভিন জাতে বিয়ে করেন প্রণয় ও অম্রুতা। পুলিশের সন্দেহ এই ঘটনায় তাঁদের পরিবারের সদস্যদের হাত রয়েছে।