Read in English
This Article is From Sep 01, 2018

মুম্বাইয়ে স্কুলের মধ্যেই শ্লীলতাহানি বারো বছরের নাবালিকার

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের চার্কোপ এলাকার এক স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করল ওই বিদ্যালয়েরই এক ছাত্র।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

অভিভাকরা দায়ী করল স্কুল কর্তৃপক্ষকে

মুম্বাই:

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের চার্কোপ এলাকার এক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করল ওই বিদ্যালয়েরই এক ছাত্র। স্কুলের মধ্যেই। ওই ঘটনাটি নিয়ে প্রতিবাদে ফেটে পড়ল অভিভাবকরা। ওই স্কুলটির বাইরে বিক্ষোভ দেখায় তারা।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বারো বছর বয়সী ওই নাবালিকার শ্লীলতাহানি করে এক অজ্ঞাত পরিচয় কিশোর। সকাল ন’টা থেকে দশটার মধ্যে। ঘটনার পর ওই নাবালিকা তার অভিভাবককে ঘটনাটি জানায়। ওই কিশোর তার পিছন দিয়ে এসে তার স্কার্টের ভিতর হাত ঢুকিয়ে দেয়। কিন্তু, এই কাজটা কে করেছিল, ওই নাবালিকা তা স্পষ্টভাবে বুঝতে পারেনি বলে অপরাধীকে চিহ্নিত করা বাকি আছে।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের নীরবতা ভালো চোখে দেখেনি অভিভাবকরা। সেই কারণেই এই বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের মৌনতার বিরুদ্ধে সরব হয় তারা। যদিও, স্কুলের অধ্যক্ষ অভিভাবকদের আশ্বাস দিয়েছেন যে, অভিযুক্ত খুব তাড়াতাড়িই শাস্তি পাবে।

পকসো আইনের আওতায় একটি মামলা দায়ের করেছে চার্কোপ থানার পুলিশ। তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চালাচ্ছে তারা এখন। সেখান থেকে কোনও ইতিবাচক তথ্য পেলে তা নিয়ে এগোতে পারবে তারা।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement