This Article is From Oct 31, 2019

এক মাসের শিশুর মৃত্যু, জনতার রোষে রণক্ষেত্র নার্সিংহোম

ক্ষুব্ধ জনতা এসে নার্সিংহোমের রিসেপশন, চিকিৎসকদের চেম্বার, ফার্মেসি ও ক্যাশ কাউন্টারে ভাঙচুর করে। কেবল ভাঙচুর করাই নয়, পথ অবরোধও করে তারা।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

শিশুটিকে বুধবার নার্সিংহোমে ভর্তি করা হয়।

এক মাসের এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল মা‌লদহের (Malda district) এক নার্সিংহোম (Nursing Home )। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর করা হল ওই নার্সিংহোম। পুলিশ একথা জানিয়েছে। ওই শিশুটিকে বুধবার নার্সিংহোমে ভর্তি করা হয়। তার জন্মের পরে দেওয়া টিকার স্থানে পুঁজ হয়ে গিয়েছিল বলে শিশুটির বাবা মসিদুর রহমান জানিয়েছেন। তিনি জানাচ্ছেন, ‘‘রাত ১০টা পর্যন্ত ও একেবারেই ঠিক ছিল। এরপর আমাদের জোর করে বাড়ি পাঠিয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। জানিয়ে দেয়, আমাদের এখানে থাকা চলবে না। পরে রাতের দিকে আমাদের ফোন করে খবর দেওয়া হয় ও আর বেঁচে নেই।'' তাঁর দাবি, কর্তৃপক্ষ পরিষ্কার করে বলতে পারেনি শিশুটি কীভাবে মারা গিয়েছে।

কুলগামে জঙ্গি হানায় শ্রমিকদের হত্যা ‘‘পূর্ব পরিকল্পিত'', তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর

তাঁর অভিযোগ, ‘‘যখন আমরা সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি তুললাম ওর ঠিক কী হয়েছিল জানার জন্য, তখন দেখা গেল রাত ১০টার পরের সব ফুটেজ মুছে দেওয়া হয়েছে।''

Advertisement

পুলিশ জানাচ্ছে, এরপরই একদল ক্ষুব্ধ জনতা এসে নার্সিংহোমের রিসেপশন, চিকিৎসকদের চেম্বার, ফার্মেসি ও ক্যাশ কাউন্টারে ভাঙচুর করে।

কেবল ভাঙচুর করাই নয়, উন্মত্ত জনতা কিছুক্ষণ নার্সিংহোমের কর্মীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধও করে।

Advertisement

মৃত শিশুর পরিবার পুলিশের কাছে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নার্সিংহোমে পুলিশ মোতায়েন করা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement