This Article is From Feb 21, 2019

১০০'টির বেশি মামলা থাকা মোস্ট ওয়ান্টেডকে ধরল দিল্লি পুলিশ

তার বিরুদ্ধে চুরি, জালিয়াতি, ডাকাতি এবং খুন সহ ১০০-টি'রও বেশি মামলা রয়েছে। বহু চেষ্টা করেও কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না এতদিন ধরে। তবু হাল ছাড়েনি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

১০০'টির বেশি মামলা থাকা মোস্ট ওয়ান্টেডকে ধরল দিল্লি পুলিশ

তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং বেশ কিছু কার্তুজও উদ্ধার করা হয়েছে

নিউ দিল্লি:

চোরের সাতদিন, পুলিশের একদিন! দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ সহ বহু মামলা রয়েছে। বৃহস্পতিবার একটি এনকাউন্টারের পর তাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সংবাদসংস্থা এএনআই জানায়, ওই কুখ্যাত দুষ্কৃতীর নাম রাজু হাকলা। শ্যাম সুন্দর নামেও পরিচিত ছিল সে। পূর্ব দিল্লির পুষ্পাঞ্জলি ফার্ম হাউজ থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার বিরুদ্ধে চুরি, জালিয়াতি, ডাকাতি এবং খুন সহ ১০০-টি'রও বেশি মামলা রয়েছে। বহু চেষ্টা করেও কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না এতদিন ধরে। তবু হাল ছাড়েনি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তারা তক্কেতক্কেই ছিল। অবশেষে আজ পুলিশের জালে ধরা পড়ল রাজু হাকলা।

সাত সকালে মুম্বাইয়ের শপিং মলে চিতাবাঘ, আতঙ্ক ছড়িয়ে হানা হোটেলেও

তাকে গ্রেফতার করার পর তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং বেশ কিছু কার্তুজও উদ্ধার করা হয়েছে।

.