This Article is From Feb 06, 2019

জন্ম দিয়েছে কেন? এই কারণে অভিভাবকদের বিরুদ্ধে মামলা করতে চায় ছেলে

তাঁর ফেসবুক পেজটির নাম- নিহিলানন্দ। তাঁর এই কাজের জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় বহু সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও, তিনি নিজের লক্ষ্যে অবিচল।  

জন্ম দিয়েছে কেন? এই কারণে অভিভাবকদের বিরুদ্ধে মামলা করতে চায় ছেলে

বাবা-মার বিরুদ্ধে মামলা করতে চায় রাফায়েল স্যামুয়েল তাঁকে জন্ম দেওয়ার জন্য।

আমার অনুমতি না নিয়ে কেন জন্ম দেওয়া হয়েছে আমায়? এই প্রশ্ন তুলে নিজের অভিভাবকদের বিরুদ্ধে মামলা করলেন মুম্বাইয়ের ২৭ বছর বয়সী এক যুবক। রাফায়েল স্যামুয়েল নামে ওই যুবকের মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায় বিশ্বমিডিয়ায়। শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতেও। নিজেকে অত্যন্ত  ঘোষিতভাবে সন্তান-বিরোধী বলে ভাবা রাফায়েলের দাবি, এটা নীতিগতভাবে অত্যন্ত ভুল একটি ব্যাপার। কারণ, একজনের জন্ম হওয়া মানে সামান্য হলেও এই পৃথিবীর ভার আরও একটু বাড়ল। তিনি যে মতের পক্ষে, সেই মত বলে, মানুষের জীবনে এমনিতেই এত প্রবল চাপ, তার ওপর নতুন করে সন্তান নিয়ে সেই চাপ অযথা ফের বাড়িয়ে তোলার কোনও কারণ নেই।

বলিউড অভিনেত্রী এষা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় বর্ণবৈষম্য মূলক পোস্ট করে ক্ষমা চাইলেন

গার্ডিয়ান পত্রিকা জানায়, ফেসবুক পোস্টে রাফায়েল স্যামুয়েল লিখেছেন, তিনি তাঁর অভিভাবকদের খুব ভালোবাসেন। কিন্তু, তাঁরা তাঁকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন নিজেদের ‘মজা ও সুখের বিনিময়ে'! যদিও, ওই পোস্টটি এখন মুছে ফেলা হয়েছে। কিন্তু এই ধরনের আরও পোস্টে ভর্তি তাঁর ফেসবুক টাইমলাইনটি।

 
 

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রাফায়েল স্যামুয়েল বলেন, এই পৃথিবীতে সন্তানের জন্ম দেওয়ার থেকে বেশি নার্সিসিস্টিক কাজ আর কিছুই নেই। যে কাউকে জিজ্ঞাসা করুন, কেন তাঁরা সন্তানের জন্ম দিলেন, প্রথম যে উত্তরটা পাবেন, তা হল, ‘আমি বা আমরা চেয়েছিলাম'। আমাদের লক্ষ্যই হল মানুষকে বোঝানো যে, এই পৃথিবীতে মানুষের জীবনে এমনিতেই বহু সমস্যা। তাই, সন্তান আনা বন্ধ করুন। 

 
 

তাঁর ফেসবুক পেজটির নাম- নিহিলানন্দ। তাঁর এই কাজের জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় বহু সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও, তিনি নিজের লক্ষ্যে অবিচল।  

 

.