আজ তাদের শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হবে
বারাসাত: নিজের যমজ কন্যাদের বিক্রি করার অভিযোগে উত্তর 24 পরগণার বারাসাত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রতন ব্রহ্ম (38) নামের ওই ব্যক্তি এক চাল ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকার বিনিময়ে নিজের এক কন্যাকে বিক্রি করে বলে অভিযোগ। আরেক কন্যাকে বিক্রি করে রামচন্দ্রপুর গ্রামের এক দম্পতির কাছে আশি হাজার টাকার বিনিময়ে। রতন ব্রহ্ম ও তাঁর স্ত্রী'র একটি দশ বছরের কন্যা আছে। রবিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করে তার দুই সন্তানকেও।
পুলিশ জানিয়েছে আপাতত ওই দুই শিশুকে চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। আজ তাদের শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হবে বলেও জানায় পুলিশ।