This Article is From Aug 23, 2018

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের অস্ত্র এবার বুদ্ধিজীবীরা

এনআরসির চূড়ান্ত খসড়া সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সরব হবে শাসক দলের এই বিশেষ কমিটি

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের অস্ত্র এবার বুদ্ধিজীবীরা

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সরব হবে শাসক দলের এই বিশেষ কমিটি।

কলকাতা:

শুধু দলীয় কর্মী বা সমর্থকই নয়, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অস্ত্র হয়ে উঠতে চলেছে সাংস্কৃতিক জগতের কর্মীরাও। পশ্চিমবঙ্গে বিজেপির বিভিন্ন কার্যকলাপ ও কেন্দ্রে তাদের নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য বুধবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শহরের বুদ্ধিজীবীদের নিয়ে তৈরি করল একটি বিশেষ কমিটি। তৃণমূলের সদর দফতরে দল ও বুদ্ধিজীবীদের মধ্যে একটি বৈঠকের পর ওই কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কমিটির প্রধান হলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি ছাড়াও কমিটিতে রয়েছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শিল্পী শুভাপ্রসন্ন, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ। গোটা বাংলা জুড়ে গেরুয়া বাহিনীর ‘সাম্প্রদায়িকতা ছড়ানো’র বিরুদ্ধে কথা বলে চলবে এই বিশেষ কমিটি।

শুধু রাজ্য বিজেপিই নয়। এনআরসির চূড়ান্ত খসড়া সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সরব হবে শাসক দলের এই বিশেষ কমিটি।

“এই দেশে বর্তমান কেন্দ্রীয় শাসকদের শাসনকালে এক প্রবল অসহিষ্ণুতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন হিংসাত্মক ঘটনা গোটা দেশের বিভিন্ন প্রান্ত জুড়েই ঘটে চলেছে নিয়মিত। এর বিরুদ্ধে হওয়ার জন্য নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের যত দ্রুত সম্ভব নামতে হবে পথে”, বৈঠক শেষের পর বলেন শুভাপ্রসন্ন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.