தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 26, 2018

স্ন্যাপচ্যাটে পাঠানো ছবির জন্য এক যাত্রী আটক কলকাতা বিমান বন্দরে, উড়ে গেল বিমান

 কলকাতা  বিমান বন্দরে আটক যাত্রী।  তাঁকে  নাকি  ফোনে বোমা মেরে বিমান  উড়িয়ে দেওয়ার কথা  বলতে  শোনা গিয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • নিরাপত্তার কারণে জেটের এক যাত্রীকে বিমান বন্দরে আটক করা হল
  • কলকাতা বিমান বন্দরে আটক যাত্রীর নাম জে পোদ্দার
  • ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
কলকাতা:

কলকাতা  বিমান বন্দরে আটক যাত্রী।  নিজের মুখোশ পরিহিত  ছবি স্ন্যাপচ্যাটে পাঠাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল একটি  মন্তব্য- বিমান উড়িয়ে দেব। এছাড়া  সন্ত্রাস থেকে  শুরু করে ধ্বংসের মতো শব্দ মন্তব্য আকারে লিখেছেন দাবি  তদন্তকারীদের। সে কথা এক সহযাত্রীর থেকে জানতে পারেন বিমান কর্মীরা। বিষয়টি এটিসির নজরে  আনেন বিমান চালক। বিমানটি ফিরিয়ে আনা হয়। এরপরই যোগবেদান পোদ্দার নামে  ওই  ব্যক্তিকে আটক করছে কেন্দ্রীয় শিল্প  নিরাপত্তা বাহিনী।  বিমানটি কলকাতা  থেকে মুম্বই যাচ্ছিল।  সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। ওই  ব্যক্তিকে জেরা  করা হচ্ছে। তাঁর সঙ্গে থাকা  জিনিস পত্রও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায়  স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঠিক দশ বছর আগে  মুম্বইতে হামলা চালায় পাক  জঙ্গিরা। সেই ঘটনার পর থেকে এমনিতেই  আরও বেড়েছে নিরাপত্তা।  

                                           

১৫ বছরের নাবালিকার সাথে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মারধর 

Advertisement

 সহযাত্রীদের  সঙ্গেও কথা  বলছে পুলিশ। জানা  গিয়েছে ওই ব্যক্তি লিখেছেন, বিমানে সন্ত্রাসবাদী এবং   আমি নারীর হৃদয়ে আঘাত করেছি। এগুলি ছাড়া সহযাত্রীরা  অন্য সন্দেহ জনক কিছু দেখেছেন  কিনা তা জানার  চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতের মোবাইল ফোনটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার ঠিক আগে কার কার সঙ্গে  তাঁর কথা হয়েছে সেটা খতিয়ে দেখা  হচ্ছে। পাশাপাশি আর কী ধরনের মেসেজের আদান প্রদান  হয়েছে তাও দেখা হচ্ছে।  তবে যাত্রীর বাবা নির্মল পোদ্দারের দাবি তাঁর  ছেলে বন্ধুদের সঙ্গে মজা  করছিলেন। অন্যদিকে এই ঘটনার কিছুক্ষণ বাদেই    বিমানটি মুম্বইয়ের উদ্দেশে উড়ে গিয়েছে। এদিকে  সংবাদ সংস্থা  পিটিআইয়ের দাবি পুলিশকে ওই যাত্রী জানান তিনি মুম্বইতে একটি চাকরির  পরীক্ষা দিতে যাচ্ছিলেন।            

একনজরে আজকের বিশেষ বিশেষ কিছু খবর:     

Advertisement
Advertisement