এই নিয়ে তৃতীয়বার এমন কাজ করলেন মঙ্গেশ।
মুম্বাই: ফের একবার খবরের শিরোনামে এলেন মঙ্গেশ আহিলওয়ালে। পেশায় বড়া পাও বিক্রেতা মুম্বাইয়ের বাসিন্দা এই মানুষটি তাঁর পেশা ছাড়াও ‘নেশা'টির জন্যও সুপরিচিত। এই ‘নেশা'টি হল, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো। পুলওয়ামার জঙ্গি হানায় যে জওয়ানরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দুজন হলেন মহারাষ্ট্রের। ওই দুই মৃত জওয়ানের পরিবারের হাতে নিজের একদিনের রোজগারের গোটাটাই তুলে দিলেন মঙ্গেশ। এই কাজটি করার জন্য বড়া পাও-এর দাম একদিনের জন্য ৫ টাকা করে দেন তিনি। সংবাদসংস্থা এএনআই'কে মঙ্গেশ আহিলওয়ালে জানান, ৪০ জন শহিদ সিআরপিএফ জওয়ানের মধ্যে দুজন হলেন মহারাষ্ট্রের। নীতিন রাঠোর এবং সঞ্জয় রাজপুত। তাঁরা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটি আমার একটি ছোট্ট প্রচেষ্টা।
আরও পড়ুনঃ ভারত পূর্ব দিকের তিনটি নদীর জল বন্ধ করে দিলে কিছু যায় আসে না: পাকিস্তান
এমন কাজ মঙ্গেশ আহিলওয়ালে করলেন এই নিয়ে তৃতীয়বার। গত বছর সেনাদের ওয়েলফেয়ার সংগঠনে টাকা দেওয়ার জন্য বড়া পাও ৬০ শতাংশ কম দামে বিক্রি করেছিলেন তিনি। ২০১৫ সালে খরায় সর্বস্বান্ত হয়ে যাওয়া মহারাষ্ট্র ও বিদর্ভের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছিলেন ২০,০০০ টাকা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)