This Article is From Feb 05, 2019

প্রশিক্ষণ চলাকালীন পুনেতে ভেঙে পড়ল বিমান

মঙ্গলবার পুনের ইন্দাপুর তালুকায় রুই গ্রামের সামনে ভেঙে পড়ে বিমানটি। পুলিশ জানিয়েছে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা

Advertisement
অল ইন্ডিয়া

এয়ারক্রাফটটি বারামতির কারভার অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের বলে জানা গিয়েছে।

পুনে:

বিমানের প্রশিক্ষণ চলাকালীনই আচমকা ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর শব্দ করে ভেঙে পড়ল বিমানটি। যদিও, এই ঘটনায় কেউ নিহত হননি। তবে, বিমানের পাইলট সিদ্ধার্থ তিতাসের ডানহাতটি ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুনেতে। মঙ্গলবার পুনের ইন্দাপুর তালুকায় রুই গ্রামের সামনে ভেঙে পড়ে বিমানটি।

পুলিশ জানিয়েছে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। কী ধরনের যান্তি্রিক ত্রুটি, তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত। এয়ারক্রাফটটি বারামতির কারভার অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই বিমানচালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এই প্রতিষ্ঠানের সঙ্গে গত তিন বছর ধরে যুক্ত আছেন সংশ্লিষ্ট পাইলট। প্রায় ১৩০ ঘন্টা বিমানচালানোর অভিজ্ঞতা আছে তাঁর।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement