রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল
কলকাতা: শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল। বৃহস্পতিবার আরামবাগের সভা থেকে তিনি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের শারীরিকভাবে হেনস্তার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রাক্তন বিজেপি নেতা বর্তমানে শিবসেনা শিবিরের অশোক সরকার এই অভিযোগটি দায়ের করেন।
ভবিষ্যতে যাতে দিলীপ ঘোষ এমন উসকানিমূলক বক্তব্য পেশ করতে না পারেন তার দিকে নজর রাখার জন্য পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
বাবা ও বাবার বন্ধু মিলে করল ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ১৭ বছরের নাবালিকা
"আমাদের নিরাপত্তার খাতিরে আপনারা এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। যাতে ভবিষ্যতে এইভাবে এই ধরনের হুমকি দিয়ে তিনি গণতন্ত্রের পরিবেশ নষ্ট না করতে পারেন", এই কথাগুলি লেখা রয়েছে ওই অভিযোগটিতে।
নিরাপত্তাহীনতায় ভোগা একনায়ক ছিলেন দুজন, রাজীব-ইন্দিরাকে জড়িয়ে রাহুলকে তোপ অমিতের
তিনি জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করার সময় এই কথাটিও উল্লেখ করেন যে, তাঁর সঙ্গে কিছু ঘটলে দায়ী থাকবেন দিলীপ ঘোষ।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)