একটি রাজনৈতিক দলের আইটি সেলের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
করোনা (Cornavirus) মোকাবিলায় একটি নীতি নির্ধারক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও এর সঙ্গে যুক্ত করা হবে বলে তিনি জানান। পাশাপাশি এদিন নাম না করে একটি রাজনৈতিক দলের আইটি সেলের বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও মনে করা হচ্ছে বিজেপি নেতা অমিত মালব্যর করা টুইটকে কেন্দ্র করেই এই মন্তব্য করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন একটি বিশ্বব্যাপী উপদেষ্টা পর্ষদ গঠনের। এই নীতি নির্ধারক কমিটি রাজ্য সরকারকে করোনা মোকাবিলায় আগামী পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও এর সঙ্গে যুক্ত করা হবে বলে তিনি জানান।
এদিন নাম না করে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে করোনা সংক্রমণ নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপির আইটি সেল। তিনি গেরুয়া শিবিরকে এই সঙ্কটের সময় ‘সস্তা রাজনীতি' করতে বারণ করেন।
তিনজন চিকিৎসক ও ২৬ জন নার্স করোনা আক্রান্ত, বন্ধ হল মুম্বইয়ের হাসপাতাল
মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পিছনে রয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের করা টুইট। ওই টুইটে অমিত অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার করোনা আক্রান্তের সংখ্যা লুকোনোর চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওরা হয়তো আরও আগ্রহী বাসন বাজানো কিংবা বাজি ফাটানোয়। কিন্তু আমরা নই।''
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিতে গিয়ে উত্তেজনায় রবিবার রাতে শূন্যে গুলি চালালেন বিজেপি নেত্রী
‘জনতা কার্ফু'-র দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে আহ্বান জানান থালা-বাসন বাজিয়ে কিংবা হাততালি দিয়ে এই সময় যাঁরা অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধা প্রদর্শন করতে। গত রবিবার, ৫ এপ্রিল তিনি রাত ন'টায় সংহতি প্রদর্শনে সকলকে প্রদীপ, মশাল জ্বালাতে আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে মনে করা হচ্ছে, তিনি সেগুলিকেই কটাক্ষ করেছেন। তবে মুখ্যমন্ত্রী এদিন কারও নাম করেননি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)