নির্দল প্রার্থী হিসাবে তিনি ভোটে দাঁড়াবেন বলে জানান তেজ বাহাদুর যাদব
হাইলাইটস
- Tej Bahadur Yadav was dismissed from the BSF in 2017
- He had posted a video online complaining about the food served to the BSF
- He said he wanted to contest to eliminate corruption in the armed forces
চণ্ডীগড়: সেনাবাহিনীর খাবার নিয়ে অভিযোগ জানিয়ে ২০১৭ সালে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তিনি। বিএসএফের সেই জওয়ানকে ওই ভিডিও পোস্ট করার পরই বরখাস্ত করে দেওয়া হয়। তিনি জানালেন, বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবেন তিনি। শুক্রবার হরিয়ানার রেওয়ারিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ বাহাদুর যাদব নামের ওই বরখাস্ত হয়ে যাওয়া বিএসএফ জওয়ান বলেন, “বারাণসী লোকসভা কেন্দ্রের একজন নির্দল প্রার্থী হিসাবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করব”। কেন তিনি ভোটে দাঁড়াতে চান তার জবাবে তিনি বলেন যে, ভোটে জিতলে সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতিকে রদ করার ব্যবস্থা করব আমি।
"আমাদের তো মোদী আছে, বিরোধীদের নেতা কে?", বিরোধী জোটকে আক্রমণ শিবসেনা প্রধানের
তিনি বলেন, “আমি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েই সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়ে গিয়েছিলাম। তাই, আমার প্রথম লক্ষ্য হল, সেনাবাহিনীকে আরও মজবুত করা এবং দুর্নীতিমুক্ত করা”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)