This Article is From Sep 15, 2018

উত্তরপ্রদেশে স্ত্রীর প্রেমিকের হাতে খুন সমাজবাদী পার্টির নেতা

গতকাল সন্ধেয় চন্দৌসি থানার নাই বস্তি এলাকায় সমাজবাদী পার্টির ওই নেতা দিলীপের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাতে জড়িত ছিল নেতার স্ত্রীও।d.

উত্তরপ্রদেশে স্ত্রীর প্রেমিকের হাতে খুন সমাজবাদী পার্টির নেতা

হাতাহাতির দিলীপের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জগদীশ মালির।

সম্ভল:

উত্তরপ্রদেশে খুন হলেন সমাজবাদী পার্টির এক নেতা। তাঁর নাম জগদীশ মালি (35)। পুলিশ জানিয়েছে, প্রেমিকের হাতে খুন হয়েছেন তিনি। অভিযুক্তর নাম দিলীপ। 

মৃতের পরিবারের তরফে ওই নেতার স্ত্রী ও দিপীপের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মালির স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দিপীল পতালক। 
পুলিশ সুপার যমুনা প্রসাদ জানিয়েছেন, গতকাল সন্ধেয় চন্দৌসি থানার নাই বস্তি এলাকায় সমাজবাদী পার্টির ওই নেতা দিলীপের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাতে জড়িত ছিল নেতার স্ত্রীও। তখন গুলি চালায় দিলীপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নেতার। 

সমাজবাদী পার্টির জেলা সভাপতি ফিরোজ খান জগদীশ মালির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। জগদীশ দলের পরিশ্রমী নেতা ছিলেন বলেও জানান। চৌন্দৌসিতে স্থানীয় নির্বাচনে জগদীশ মালি চেয়ারম্যান পদের জন্য টিকিট চেয়েছিলেন বলেও জানান তিনি। 
 

.