This Article is From Apr 29, 2019

স্কুলশিক্ষককে নির্মমভাবে হত্যা করে ভাসিয়ে দেওয়া হল নদীতে

তাঁর আত্মীয় ও বন্ধুরা কিছুতেই ভেবে পাচ্ছেন না যে, এমন নিরহঙ্কারী ও নির্বিবাদী মানুষের সঙ্গে এমনটা ঘটল কী করে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। আসরে নামানো হয়েছে ডগ স্কোয়াডকেও।  

স্কুলশিক্ষককে নির্মমভাবে হত্যা করে ভাসিয়ে দেওয়া হল নদীতে

ওই শিক্ষককে হত্যা করার আগে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। (ছবি প্রতীকী)

শেখপুরা:

নৃশংসভাবে হত্যা করা হল এক স্কুলশিক্ষককে। তারপর তাঁর দেহটি ভাসিয়ে দেওয়া হল নদীতে। সেই দেহটি বিহারের শেখপুরা জেলা থেকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হল সোমবার। জানাল পুলিশ। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম গৌতম কুমার। বয়স ২৮ বছর। তিনি বিহারের চাকান্ধ্রা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামেরই একটি সরকারি স্কুলে চাকরি করেন। জানান পুলিশ সুপার দয়াশঙ্কর। তাঁর বাড়ি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরের একটি স্থান থেকে উদ্ধার করা হয় তাঁর দেহটি। তাঁর আত্মীয়দের অভিযোগ, গৌতম কুমারকে প্রথমে অপহরণ করা হয়েছিল। দু'দিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। তারপরই নদীতে ভাসমান অবস্থায় ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করা হল তাঁর।

হাইকোর্টে স্বস্তি পেলেন না অনুব্রত, থাকতে হবে কমিশনের নজরবন্দি হয়েই

তাঁর আত্মীয় ও বন্ধুরা কিছুতেই ভেবে পাচ্ছেন না যে, এমন নিরহঙ্কারী ও নির্বিবাদী মানুষের সঙ্গে এমনটা ঘটল কী করে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। আসরে নামানো হয়েছে ডগ স্কোয়াডকেও।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.