This Article is From Nov 06, 2018

একাত্তরের যুদ্ধের দুই অপরাধীকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

একাত্তরের যুদ্ধে মানবতা বিরোধী কার্যকলাপ এবং পাকিস্তানি সেনাকে সর্বান্তকরণে সাহায্য করার জন্য বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল দুজনকে মৃত্যুদণ্ডের সাজা দিল সোমবার।

একাত্তরের যুদ্ধের দুই অপরাধীকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

এখনও পর্যন্ত সাতজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়েছে এই ট্রাইব্যুনাল আদালত।

ঢাকা:

একাত্তরের যুদ্ধে মানবতা বিরোধী কার্যকলাপ এবং পাকিস্তানি সেনাকে সর্বান্তকরণে সাহায্য করার জন্য বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল দুজনকে মৃত্যুদণ্ডের সাজা দিল সোমবার। একাত্তরের যুদ্ধাপরাধী হিসেবে সাজা পেলেন ওই দুজন। "মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের ঝুলিয়ে রাখা হবে", বাংলাদেশের তিন বিভারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চের প্রধান মহম্মদ শাহিনুর ইসলাম এই নির্দেশ দেন। যদিও, ষাটের কোঠায় বয়স থাকা ওই দুই অভিযুক্ত আপাতত পলাতক। 

তাদের দুজনের বিরুদ্ধে প্রায় একশো মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। যাদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু হিন্দু। পাকিস্তানি সেনাকেও সাহায্য করেছিল তারা। 

অভিযুক্তদের মধ্যে একজন লিয়াকত আলি আওয়ামি লিগের এক প্রাক্তন নেতাও বটে। 

এর আগে একাত্তরের যুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের জন্য এখনও পর্যন্ত সাতজনের ফাঁসি হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.