দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
হাইলাইটস
- দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে
- সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি ডিগবাজি খেয়ে ধেয়ে আসছে
- চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে জানায় পুলিশ
মুজফফরনগর: ভোরবেলা হাঁটতে বেরোনোটাই কাল হল উত্তরপ্রদেশের মুজফফরনগরের 60 বছর বয়সী ভদ্রমহিলার। রাস্তা দিয়ে একমনে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ উল্টোদিকের রাস্তা দিয়ে যেতে থাকা একটি অতি দ্রুতগতির হুন্ডাই ভার্না সেডান সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার শূন্যে ডিগবাজি খেয়ে ওই ভদ্রমহিলার দিকে ধেয়ে আসে। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পিষে যান গাড়ির তলায়। পুলিশ জানিয়েছে, দ্রুতগতিতে আসতে থাকা ওই গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার একদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন এক মহিলা আপনমনে। আচমকা অন্য দিকটি থেকে একটি হুন্ডাই ভার্না সেডান তাঁর দিকে ডিগবাজি খেয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যে গাড়ির তলায় চাপা পড়ে যান তিনি। ত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, অন্তত তিনবার শূন্যে ঘুরপাক খায় ওই গাড়িটি।
গাড়ির ভিতরে থাকা তিনজন যাত্রীই গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি হরিদ্বারে যাচ্ছিল বলে জানা গিয়েছে।
"একটি মামলা দায়ের করা হয়েছে। আপাতত তদন্তপ্রক্রিয়া চলছে", জানান এসপি ওম বীর সিংহ।