সম্ভাব্য উল্কাটিকে বিশ্লেষণ করে দেখবেন বিজ্ঞানীরা।
হাইলাইটস
- হাল্কা খয়েরি রংয়ের একটি বস্তু বুধবার বিকেলে আচমকাই আছড়ে পড়ে খেতে
- বিহারের মধুবনি জেলায় ঘটেছে ওই ঘটনা
- সম্ভাব্য উল্কাটিকে বিশ্লেষণ করে দেখবেন বিজ্ঞানীরা
মধুবনি, বিহার: বিহারের (Bihar) মধুবনি (Madhubani) জেলায় এক ধানখেত থেকে পাওয়া গেল ফুটবলের আকারের একটি রহস্যময় প্রস্তরখণ্ড যাকে উল্কা (Meteorite) বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ওই সম্ভাব্য উল্কার দেখা পেয়ে বিস্মিত কৃষকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাল্কা খয়েরি রংয়ের একটি বস্তু বুধবার বিকেলে আচমকাই আছড়ে পড়ে খেতে। ধোঁয়া বেরোতে দেখে সকলে মাঠ ছেড়ে পালায়। সংবাদ সংস্থা এএফপিকে মধুবনির জেলাশাসক শীর্ষত কপিল অশোক জানিয়েছেন, ‘‘কৃষকরা ওই ধানখেতে কাজ করছিল। তখনই ওই ভারী পাথরের টুকরোটা আকাশ থেকে আছড়ে পড়ে প্রচণ্ড শব্দে।'' পরে ধোঁয়া বেরোনো বন্ধ হলে কৃষকরা আবার মাঠে ফিরে এসে চার ফুট গভীর গর্তের ভিতর থেকে সম্ভাব্য উল্কাখণ্ডটি উদ্ধার করে।
ভয়ানক! ক্রেতার প্লেটে চলন্ত মাংসের টুকরো! তারপর যা হল...
অশোক আরও জানান, ‘‘আমরা দেখলাম এটার খুবই শক্তিশালী চৌম্বক ধর্ম রয়েছে। ওজন পনেরো কিলোগ্রামের মতো হবে।''
সম্ভাব্য উল্কাটিকে বিশ্লেষণ করে দেখবেন বিজ্ঞানীরা।
উল্কায় থাকে পাথর ও ধুলো। যা সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে অধিকাংশই পুড়ে যায়। তবে কোনও কোনও টুকরো পৃথিবীর বুকে আছড়ে পড়ে।
নাইকের “বিরলতম” “চাঁদের জুতো”, নিলামে বিক্রি হল ৪৩৭,৫০০ ডলার রেকর্ড দামে
২০১৬ সালে তামিলনাডুতে একটি উল্কা আছড়ে পড়ায় এক বাস চালক মারা যায়। আহত হয় তিনজন।
তবে বিজ্ঞানীরা স্থানীয় কর্তৃপক্ষের দাবি মেনে নিলেও নাসা জানিয়েছিল, তারা বিশ্বাস করে না ওই বস্তুটি একটি উল্কা।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি উল্কাপাতের ঘটনা ঘটে রাশিয়ায়। তার ধাক্কায় ১,২০০ মানুষ আহত হয় এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)