পেট্রোল এখন এতটাই 'মহার্ঘ' হয়ে গিয়েছে যে সহজেই সেটিকে 'উপহার' হিসেবে চালানো যায় বলে জানায় বরের বন্ধুরা।
কুদ্দালোর, তামিলনাড়ু: জ্বালানি তেলের দাম গোটা দেশ জুড়েই ক্রমশ ছুঁয়ে ফেলছে আকাশ। আপাতভাবে অন্তত এই মুহূর্তে তা কমারও কোনও লক্ষণ নেই। সেই কারণেই এই ‘মহার্ঘ’ বস্তুটি স্থান পেয়ে গেল বিয়ের উপহারের তালিকাতেও। এক ব্যক্তির বন্ধুরা তাঁকে বিয়েতে পাঁচ লিটার পেট্রোল উপহার হিসেবে দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। তামিল চ্যানেল পুথিয়া থালাইমুরাই ঘটনাটির ভিডিও প্রথম প্রকাশ্যে আনে। 39 সেকেন্ডের সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রবল হাস্যরোলের মধ্যে ওই ব্যক্তি এই বিশেষ উপহার গ্রহণ করছেন তাঁর বন্ধুদের কাছ থেকে। প্রসঙ্গত, তামিলনাড়ুতে এই মুহূর্তে এক লিটার পেট্রোলের দাম 85.15 টাকা।
এতটাই দাম বেড়ে গিয়েছে পেট্রোলের যে তা সহজেই এখন ‘উপহার’ হিসেবেও চালিয়ে দেওয়া যায় বলে জানাচ্ছেন ওই ব্যক্তির রসিক বন্ধুরা।
বিজেপি সভাপতি অমিত শাহ গত শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব এই মূল্যকে নির্দিষ্টমাত্রায় বাধার চেষ্টা করবে।