নাগপুর: এই সপ্তাহের শুরুতেই নাগপুরে এক যুবতী আত্মহত্যা করেছিল। সেই আত্মহত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ খতিয়ে দেখছে, আদৌ এই আত্মহত্যার সঙ্গে কোনও অনলাইন গেমের সম্পর্ক রয়েছে কি না। ৪ ডিসেম্বর নাগপুরের বেলতারোদি অঞ্চলে ১৭ বছরের ওই যুবতীর ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয় সন্ধে সাড়ে সাতটা নাগাদ। জানায় পুলিশ। এই ঘটনার সঙ্গে মারণ অনলাইন গেমের সম্পর্ক থাকার সন্দেহ করতে পুলিশ আরম্ভ করে মৃতার কবজিতে কালি দিয়ে লেখা 'এখানে কাটলে প্রস্থানের পথ নিশ্চিত' দেখে। বেলতারোদি থানার ইনস্পেকটর বিজয় তালওয়ারে সংবাদমাধ্যমকে জানান, ওই যুবতীর অভিভাবক তাঁদের জানিয়েছেন, সে নিজের একটি আলাদা ঘরে থাকত এবং দিনের বেশিরভাগ সময়েই মশগুল থাকত অনলাইন গেম খেলায়।
"আমরা এখন তদন্ত করে জানার চেষ্টা করছি, ঠিক কী ধরনের অনলাইন গেম খেলত সে। যেগুলি খেলত, সেগুলি সত্যিই ততটা ভয়ঙ্কর কি না, দেখার চেষ্টা করছি তাও। ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে এর সত্যতা জানার জন্য তার মোবাইলটাও পাঠানো হয়েছে", বলেন তালওয়ারে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবতী বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো নম্বর পেয়েও সে নিজের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ না পাওয়ায় একটি বছর বাড়িতে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বলেও জানা গিয়েছে।
ব্লু হোয়েল এবং মোমো চ্যালেঞ্জের মতো মারণ অনলাইন গেম এর আগে জীবন কেড়ে নিয়েছে একাধিক টিনএজারের। সেরকমই কোনও মারণ অনলাইন গেম ফের বাজারে এল কি না, এই ঘটনার তদন্ত করতে গিয়ে তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর পড়ুন এখানে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)