ট্র্যাফিক কনস্টেবলকে প্রায় ১০০ মিটার ঘষটে টেনে নিয়ে গেল এক বাইক আরোহী (প্রতীকী চিত্র)
হাইলাইটস
- কলকাতা সাক্ষী থাকল এক চরম অমানবিক ঘটনার
- এক ট্র্যাফিক কনস্টেবলকে ১০০ মিটার ঘষটে টেনে নিয়ে গেল বাইক আরোহী
- সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে
কলকাতা: সোমবার রাতে কলকাতা (Kolkata) সাক্ষী থাকল এক চরম অমানবিক ঘটনার। এক ট্র্যাফিক কনস্টেবলকে (Traffic constable) প্রায় ১০০ মিটার ঘষটে টেনে নিয়ে গেল এক বাইক আরোহী (Biker)। এক পথচারীকে ধাক্কা দিয়ে পালাতে চেয়েছিল সে। তখনই ওই কনস্টেবল তাকে ধরতে গেলে সে তাঁকে ঘষটে টেনে নিয়ে যায় রাস্তা দিয়ে। আহত কনস্টেবলের নাম তপন ওরাং। মাথায় ও পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। এই মুহূর্তে একটি পুলিশ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা যাচ্ছে, হেলমেটবিহীন ওই চালক সঈদ আমির আলি অ্যাভিনিউয়ে এক বর্ষীয়ান নাগরিককে ধাক্কা মারে। তখন রাত ১০টা ৪৫।
ছেলে-মেয়ে একসঙ্গে পড়লেই হেনস্থা! আলাদা দিনে পড়ানোর সিদ্ধান্ত মালদার সরকারি স্কুলে
ব্যস্ত রাস্তার মাঝখানে পড়ে যান ওই পথচারী। তখনই তপন ওরাং নামের ওই কনস্টেবল ওই বাইক আরোহীকে ধরতে যান। তাঁকে ১০০ মিটার ঘষটে নিয়ে যায় ওই আরোহী।
ইস্কনের আমন্ত্রণ মেনে রথযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নুসরত
পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা তপন ওরাংকে দেখতে হাসপাতালে যান মঙ্গলবার সন্ধেয়। এবং তাঁর সাহসী প্রচেষ্টার প্রশংসা করেন।
এক ট্র্যাফিক সার্জেন্ট, যিনি ওই রাতে এলাকায় দায়িত্বে ছিলেন তিনি বলেন, তপন ওরাং ওই বাইক আরোহীকে দাঁড়াতে ইশারা করেন, কেননা সে হেলমেট পরেনি।
তিনি বলেন, ‘‘ওই বাইক আরোহী ওঁর নির্দেশকে পাত্তা দেয়নি। এবং এক পথচারীকে ধাক্কা মেরে পালাতে চেষ্টা করে। তখনই তপন ওরাং তাকে ধরতে চেষ্টা করেন। কিন্তু থামার পরিবর্তে ওই বাইক আরোহী বাইক চালনরত অবস্থায় তপন ওরাংকে প্রায় ১০০ মিটার দূরত্ব ঘষটে নিয়ে যায় রাস্তা দিয়ে। আমরা ওকে তাড়া করতে চেষ্টা করলেও ও পালিয়ে যায়।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)