This Article is From Aug 21, 2018

বন্যাবিধ্বস্ত কেরালায় আটকে পড়া মানুষেরা ফিরে এলেন রাজ্যে

বহু বাঙালি কর্মসূত্রে দীর্ঘদিনই কেরালার বাসিন্দা। তাঁদের মধ্যে অধিকাংশই শ্রমিক

Advertisement
Kolkata Translated By

বন্যাবিধ্বস্ত কেরালা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে প্রাণপণে

কলকাতা:

বন্যাবিধ্বস্ত কেরালা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে প্রাণপণে। ওই রাজ্যের এই প্রবল বিপন্ন সময়ে পাশে দাঁড়িয়েছে অন্যান্য রাজ্য ও দেশ। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কুড়ি হাজার কোটি টাকার বেশি। বহু বাঙালি কর্মসূত্রে দীর্ঘদিনই কেরালার বাসিন্দা।

তাঁদের মধ্যে অধিকাংশই শ্রমিক। তাঁরাই তিরুঅনন্তপুরম থেকে ছাড়া 21 কোচের একটি বিশেষ ট্রেনে গতরাতে ফিরে এলেন এই রাজ্যে। ট্রেনটিতে ছিলেন কয়েক হাজার মানুষ। আজ দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র সঞ্জয় ঘোষ এই কথা জানান। এর্নাকুলাম থেকে রবিবার সন্ধেবেলা ছাড়া আরও দুটি বিশেষ ট্রেন আজ হাওড়ায় পৌঁছবে বলেও জানান সঞ্জয় ঘোষ।

বিভিন্ন পেশার দক্ষ শ্রমিক থেকে শুরু করে কেরালার সাধারণ হোটেল কর্মচারী পর্যন্ত সকলেই ছিলেন ওই বিশেষ ট্রেনে। ট্রেন থেকে নামার পর রাজ্য সরকারের বিশেষ বাসে তাঁরা নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

Advertisement

কেরালা থেকে নিরাপদে পশ্চিমবঙ্গে তাঁরা ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রিয়জনেরা। দুজন চিকিৎসক সহ রেলের নিজস্ব মেডিক্যাল টিমও ছিল ওই বিশেষ ট্রেনে। যদিও তারা জানিয়েছে যে, কোনও যাত্রীরই চিকিৎসা-সহায়তার প্রয়োজন পড়েনি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement