ওই তেলের ট্যাঙ্কারের ভিতরে আটকে রয়েছে তিনজন মানুষ।
হাইলাইটস
- The driver of an oil tanker tried to dash to safety on a flooded road
- However, the heavy vehicle was swept away into a wide, muddy river
- A video shows the oil tanker wobbling in the Ghagra river's choppy waters
নিউ দিল্লি: পশ্চিম উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডের মধ্যে সংযোগরক্ষাকারী রাস্তা বিজনোরে উলটে গেল তেলের ট্যাঙ্কার। আবহাওয়া দফতর অনেক আগে থেকেই ওই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্ক করে দিয়েছিল। প্রবল স্রোত ছিল বন্যার জলে। ওই ট্যাঙ্কারটির চালক ভেবেছিল পরিস্থিতির সামাল দেওয়া যাবে সহজেই, কিন্তু বাস্তবে তা আর হল না। জলের প্রবল স্রোত ট্যাঙ্কারটিকে টেনে নিয়ে ফেলে দিল কর্দমাক্ত ময়লা নদীতে। ওই নদীর তীরে দাঁড়িয়েই ঘটনাটির ভিডিও করেছিল একজন। সেই ভিডিওটিতেই দেখা যাচ্ছে, উলটে যাওয়া ট্যাঙ্কারটি থেকে বেরিয়ে আসতে চাইছে তিনজন। ট্যাঙ্কারটির উইন্ডশিল্ডটা খুলে গিয়েছে। ওই বিশাল ট্রাকটি জলে পড়ে ভাসতে থাকে। ট্রাকের গায়ে নীল আর হলুদে মোটা করে লেখা- ভারত পেট্রোলিয়াম।
জলে পড়েই স্রোতে ভাসতে ভাসতে এগিয়ে যেতে থাকে ট্রাকটি। ট্রাকের মধ্যে আটকা পড়া তিনজন অসহায় মানুষ।