தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From May 14, 2020

"ভাগো জঙ্গলে বাঘ এসেছে!" এক বন্য কুকুরের সতর্ক চিৎকার ভাইরাল নেট দুনিয়ায়

আইএএস সুশান্ত নন্দার মতে; 'হয়তো সেই বন্য কুকুরের শাবক আশেপাশে কোথাও ছিল। তাই ওমন কর্কশ স্বরে চিৎকার করে বাঘটিকে বিভ্রান্ত করার চেষ্টায় ছিল সেই ধোলে।''

Advertisement
অফবিট Posted by

প্রাণীবিদদের দাবি; ধোলের এই আচরণ খানিকটা বিস্ময়কর

জঙ্গলে বাঘের হামলা, এমন সতর্কবাণী দিয়ে ছুটছে এক বন্যকুকুর (ধোলে) (Wild Dog v/s Tiger)। এমন একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। কর্নাটকের কাবিনী (Katnatak) জঙ্গলের এই ভিডিওতে (Viral Video) বিলুপ্তপ্রায় দোলে দেখে কিছুটা নিশ্চিত পশুপ্রেমীরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খাদ্য ধোলের পিছনে ছুটছে একটা বাঘ। আর তার এই বিপদ দেখে  বনের অন্য পড়শিদের সতর্ক করতে কর্কশ চিৎকার জুড়েছে সেই ধোলে। প্রাণীবিদদের দাবি; ধোলের এই আচরণ খানিকটা বিস্ময়কর। কারণ সে যেহেতু খাদক, তাই অন্য খাদ্যদের সতর্ক করে না বিপদ দেখে। কিন্তু এক্ষেত্রে বিকল্প। 

দেখুন সেই ভিডিও: 

আইএএস সুশান্ত নন্দার মতে; 'হয়তো সেই বন্য কুকুরের শাবক আশেপাশে কোথাও ছিল। তাই ওমন কর্কশ স্বরে চিৎকার করে বাঘটিকে বিভ্রান্ত করার চেষ্টায় ছিল সেই ধোলে। যাতে সেই খাদক জঙ্গলের বেশী গভীরে ঢুকতে না পারে।" কিংবা তার গোত্রীয় অন্যদের সরে যেতে বিপদঘণ্টি বাজিয়েছিল সে। 

বন্যপ্রাণ বিশেষজ্ঞদের দাবি; ধোলে গোষ্ঠীবদ্ধ প্রাণী। দলের অন্যদের সঙ্গে যোগাযোগ করতে বিচিত্র শব্দ ব্যবহার করে। তাই কীভাবে একটা ধোলে জঙ্গলের বাইরে এসেছিল আর কেনই বা ওমন কর্কশ চিৎকার করেছে, তার কারণ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা 

Advertisement
Advertisement