আসবাবপত্র, বাসন সহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়
হাইলাইটস
- অতিথিদের খাবার পছন্দ না হওয়ায় ভেঙে ফেলা হয় হোটেলের সামগ্রী
- হোটেল কর্মীদের মারতেও দেখা যায় ভিডিওটিতে
- দিল্লির জনকপুরীর হোটেলেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা
নিউ দিল্লি: ছিল বিয়ের অনুষ্ঠান, হয়ে গেল হাতাহাতির! এ প্রায় ছিল রুমাল, হয়ে গেল বিড়াল-এর মতোই ব্যাপার। পশ্চিম দিল্লির জনকপুরীর ওই বিয়ের অনুষ্ঠানে হাতাহাতি লাগে হোটেল কর্মী ও বিয়ের অতিথিদের মধ্যে। বিয়েবাড়িতে আসা অতিথিদের ঠিকভাবে খাবার পরিবেশন করছিল না ওই হোটেলের কর্মীরা। সেই পরিবেশনের ধরন পছন্দ না হওয়ায় প্রথমে শুরু হয় তুমুল বচসা। তারপর তার থেকে শুরু হয় ভয়াবহ মারামারি। সেই মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর এবং তা দেখার পর চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা নেটিজেনদের। সমস্ত টেবিল চেয়ার ফেলে দিয়ে রীতিমতো মাটিতে একে অপরকে ফেলে মারামারি চলছে! ভেঙে ফেলা হচ্ছে খাবারের প্লেট।
চুলের মুঠি ধরে মেঝে থেকে টেনে আনতেও দেখা গেল কাউকে কাউকে। এমন ঘটনা দেখে শিউড়ে উঠেছেন হাজার হাজার মানুষ। এই অবাক ‘বিবাহ-অভিযান' দেখেও ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় লাখখানেক লোকজন।
পশ্চিম দিল্লির জনকপুরীর পিকাডিলি হোটেলে ঘটে এই অপ্রীতিকর ঘটনাটি।