, শিয়ালদহের সামনে একটি এটিএম থেকে মোট তিনবার তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়।
কলকাতা: ফের এটিএম জালিয়াতির অভিযোগ উঠল এই শহরে৷ এবারে জালিয়াতদের 'শিকার' খোদ পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের এক মহিলা পুলিশ অফিসার অভিযোগ করেন যে, তাঁর এটিএম থেকে তাঁর অজান্তেই টাকা তুলে নিয়েছে কেউ বা কারা। তিনি এই ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন রিজেন্ট পার্ক থানায়৷ ওই পুলিশ অফিসার জানান, তাঁর মোবাইলে একটি মেসেজ আসার পর তিনি তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার কথা জানতে পারেন৷
তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা জয়নগরে, বোমা ও গুলিতে নিহত ৩
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিয়ালদহের সামনে একটি এটিএম থেকে মোট তিনবার তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়।
জয়নগরের ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি
কলকাতা পুলিশের এক তদন্তকারী অফিসার বলেন, "আমরা তদন্ত করছি। ওই এটিএমের সিসিটিভি ফুটেজ দিতে বলেছি ব্যাঙ্ককে। সেটি হাতে এসে গেলেই খুব তাড়াতাড়িই অপরাধীদের ধরে ফেলতে পারব বলে আশা করছি"।