हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 07, 2019

রাজধানী এক্সপ্রেসে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী

রাজধানী এক্সপ্রেসে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী। রেলের তরফে তদন্ত শুরুর আশ্বাস দেওয়া হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

রাঁচির রেল বিভাগের তরফে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

নয়াদিল্লি:

দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসে (Delhi-Ranchi Rajdhani Express) এক ছাত্রীকে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠল। অভিযুক্ত টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী। রেলের তরফে তদন্ত শুরুর আশ্বাস দেওয়া হয়েছে। ওই ছাত্রীর পরিচিত একজন এই ঘটনার কথা জানিয়ে টুইট করেন মঙ্গলবার রাতে। তাঁর অভিযোগ, আক্রান্ত ছাত্রীকে মাদক মেশানো আইসক্রিম খাওয়ানো হয়। তিনি তাঁর টুইটে লেখেন, ‘‘প্যান্ট্রি কর্মী ও টিকিট পরীক্ষক যুগ্মভাবে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ট্রেনে। তাঁকে মাদক মেশানো আইসক্রিম খাওয়ানো হয়। এফআইআর করার আগেই কি রেল কোন পদক্ষেপ করবে ভ্রষ্ট কর্মীদের উপরে নাকি সে স্বাধীন ভাবে হেঁটেচলে বেড়াবে এবং অন্য কোনও যাত্রীকে ভয় দেখাবে। দুঃখের!''

লাদাখ পদক্ষেপের পর কৈলাশ মানস সরোবর যাত্রার জন্যে মিলবে না চিনের ভিসা!

তিনি টুইটে আরও লেখেন, ‘‘আক্রান্ত তরুণী একজন ছাত্রী এবং তিনি ভয় পাচ্ছেন আইনি ঝামেলায় গেলে হয়তো তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না।'' ওই টুইটে রেলমন্ত্রী ও অন্যান্য সিনিয়র আধিকারিকদের ট্যাগ করা হয়েছে।

Advertisement

ওই ছাত্রী একটি অভিযোগ এরই মধ্যে দায়ের করেছেন।

জম্মু ও কাশ্মীরের কড়া নিরাপত্তার মধ্যে সেখানে যাওয়ার জন্যে বিমানের টিকিটই হবে পাস

Advertisement

টুইটটির উত্তরে IRCTC-র পূর্বাঞ্চলের তরফে জানানো হয়, ‘‘এই অস্বাচ্ছন্দ্যের জন্য আমরা দুঃখিত। বিষয়টিতে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া হয়েছে এবং পদক্ষেপ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত AO RNC-কে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করতে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।''

রাঁচির রেল বিভাগের তরফে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, অভিযুক্ত দোষী প্রমাণিত মনে হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Advertisement