This Article is From Jun 04, 2019

রাজস্থানে গণধর্ষণের অভিযোগ, ভিডিও আপলোড করা হল সোশ্যাল মিডিয়ায়,গ্রেফতার ৪

গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজস্থানে গণধর্ষণের অভিযোগ, ভিডিও আপলোড করা হল সোশ্যাল মিডিয়ায়,গ্রেফতার ৪

ঘটনায় সঞ্জয় ভাট নামে আরও একজন অভিযুক্তের খোঁজ করছে পুলিশ

হাইলাইটস

  • রাজস্থানে মন্দিরে যাওয়ার সময় এক গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ
  • শুধু তাই নয় গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়
  • ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ
জয়পুর:

রাজস্থানের (Rajasthan) পালি (Pali) জেলায় মন্দিরে যাওয়ার সময় এক গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্তর খোঁজ চলছে। নির্যাতিতা জানিয়েছেন, গত ২৬ মে তিনি এবং তাঁর এক বন্ধু মন্দিরে যাচ্ছিলেন। সে সময় রাস্তায় তাঁদের পথ আটকে ওই পাঁচজন যুবক তাঁকে গণধর্ষণ করে।  এই ঘটনায় যে ভিডিওটি আপলোড করা হয়েছে তার সূত্র ধরে চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা, মারধর শ্লীলতাহানি এবং আরও কয়েকটি প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক কিশোর সিংহাটি ভাটি।

ধৃতদের পরিচয় জানা গিয়েছে। তারা হল জিতেন্দ্র ভাট,গোবিন্দ ভাট, দীনেশ ভাট এবং মহেন্দ্র ভাট। এদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। ঘটনায় সঞ্জয় ভাট নামে আরও একজন অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঞ্জয় কোথায় থাকতে পারে তা জানার কাজ শুরু হয়েছে।   

.