This Article is From Dec 20, 2018

ক্যাব নিয়ে বচসার জেরে মহিলাকে চড় পুলিশের, ধুন্ধুমার পার্কস্ট্রিটে

কলকাতা ট্র্যাফিক পুলিশের সাউথ ট্র্যাফিক গার্ডের অতিরিক্ত সাব-ইনস্পেকটর হীরালাল মণ্ডলের সঙ্গে ওই সময় বচসা বেধে যায় সংশ্লিষ্ট মহিলার। ওই সময়ই ওই অফিসার মহিলাকে একটি চড় মেরে দেন বলে অভিযোগ।

ক্যাব নিয়ে বচসার জেরে মহিলাকে চড় পুলিশের, ধুন্ধুমার পার্কস্ট্রিটে
কলকাতা:

গতকাল রাতে পার্কস্ট্রিটে এক কর্তব্যরত পুলিশ অফিসারের এক মহিলাকে চড় মারার ঘটনা নিয়ে ধুন্ধুমার বেধে যায়। অ্যাপ নির্ভর ক্যাবের রাস্তায় দাঁড়ানোকে কেন্দ্র করে বিতর্ক বেধে যায় দু'পক্ষের মধ্যে। কলকাতা ট্র্যাফিক পুলিশের সাউথ ট্র্যাফিক গার্ডের অতিরিক্ত সাব-ইনস্পেকটর হীরালাল মণ্ডলের সঙ্গে ওই সময় বচসা বেধে যায় সংশ্লিষ্ট মহিলার। ওই সময়ই ওই অফিসার মহিলাকে একটি চড় মেরে দেন বলে অভিযোগ। কলকাতা পুলিশের এক অফিসার জানান, “ওই মহিলা এবং কর্তব্যরত পুলিশ অফিসারের মধ্যে ঝামেলা শুরু হওয়ার পর ওই মহিলা ওই অফিসারের পোশাক টেনে ধরে তাঁকে ঠেলতে থাকেন। ওই সময় রাগের মাথায় একটি চড় মেরে দেন তিনি”।

বিজেপিকে রথযাত্রা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ রাজ্যকে

কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার ওই মহিলাকে ফোন করে এই ঘটনার তদন্তের এবং অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.