আদিত্য ঠাকরে শেয়ার করেছেন উদ্ধব ঠাকরের শপথের ছবি
একসপ্তাহ আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শপথ নেওয়ার পরে হাসিমুখে সবার আগে কাছে টেনে নিয়েছিলেন স্ত্রী রেশমি এবং ছেলে আদিত্যকে (Aaditya Thackeray)। সেই ছবি ফের ভাইরাল সোশ্যালে। সৌজন্যে আদিত্য ঠাকরে। মা-বাবা-ছেলেকে এক ফ্রেমে ধরা সেই ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, 'একসপ্তাহ আগের ঘটনা। এখনও যেন অলৌকিক আমাদের কাছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এত ঝড়-ঝাপটা সয়ে অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra's Chief Minister) উদ্ধব ঠাকরে, আমার বাবা।'
Watch: দ্বাদশ শ্রেণির ছাত্রী তাক লাগালেন রাহুল গান্ধির অনুবাদক হয়ে
একই সঙ্গে আদিত্যের প্রতিশ্রুতি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথে উদ্ধব যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। মহারাষ্ট্রের মানুষ এতদিন এই প্রতীক্ষাতেই ছিলেন।
দেখুন সেই ছবি:
সোশ্যালে ইতিমধ্যেই ছবিটি ৩৫ হাজার লাইক আর এক টনেরও বেশি মন্তব্য পেয়েছে।
কেউ বলেছেন "Superb," । অনেকেই প্রশংসা করে বলেছেন "Beautiful".
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যে জনসচেতনতা প্রচার করবে বিজেপি
প্রসঙ্গত, রাজনৈতিক টালমাটালের পর মুম্বইয়ের শিবাজি পার্কে গত সপ্তাহে শপথ নেন ফদ্ধব ঠাকরে। তাঁর হাত ধরে এই প্রথম রাজনীতির তখতে বসলেন শিবসেনার কোনও প্রতিনিধি। পরিবারের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বলিউড তারকা এবং মুকেশ আম্বানির মতো প্রথম সারির বন্ধু ব্যবসায়ীরা। শপথের পর সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান ঠাকরে পরিবার।
Click for more
trending news