Read in English
This Article is From Oct 20, 2019

জাতির জনকের সৌজন্যে একফ্রেমে বন্দি আমির-শাহরুখ-মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) জন্মজয়ন্তী পালন নিয়ে বৈঠক করেন আমির খান ( Aamir Khan)-শাহরুখ খান (Shah Rukh Khan) সহ বলিউডের ছোট-বড় পর্দার দিকপাল ব্যক্তিত্বদের সঙ্গে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

নরেন্দ্র মোদি এবং বলিউড ব্রিগেড

New Delhi:

মেলালেন তিনি মেলালেন। এবছর জাতির জনক মহাত্মা গান্ধির ১৫০ তম জন্ম জয়ন্তী (150th birth anniversary)। কীভাবে তাঁকে বিশেষ সম্মান জ্ঞাপন সম্ভব? সেই আলোচনাতেই শনিবার মিলেমিশে একাকার রাজনৈতিক মহল আর বলিউড ব্রিগেড। খবর, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) জন্মজয়ন্তী পালন নিয়ে বৈঠক করেন আমির খান ( Aamir Khan)-শাহরুখ খান (Shah Rukh Khan) সহ বলিউডের ছোট-বড় পর্দার দিকপাল ব্যক্তিত্বদের সঙ্গে। আলোচনা শেষ হতেই সবার সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দিও হন মোদি। 

কর্পোরেট কর কমানোয় ভারতে বিনিয়োগ বাড়বে, বলছে IMF

বৈঠক শেষে মোদি জানান, জাতির জনকের জন্মদিন পালনে সবার থেকেই পরামর্শ নেওয়ার ছিল। যাতে নতুন উদ্ভাবনী বা সৃজনশীল ভাবনা সামনে আসে। এবং একই সঙ্গে যা দেশের শিল্প-সংস্কৃতিকে আরও উন্নত করবে। বিশ্বের দরবারে মহাত্মাজির বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।

এই বৈঠকে দুই খান ছাড়াও অংশ নেন সোনম কাপুর, কঙ্গনা রানাওয়াত, রাজকুমার হিরানি, রাজকুমার সন্তোষী, একতা কাপুর, বনি কাপুর প্রমুখ। বৈঠকের ভিডিও পরে টুইট করেন প্রধানমন্ত্রী। পোস্টও করেন তাঁর মতামত।

Advertisement

দেখুন টুইট

Advertisement

টুইটে মোদি লেখেন, 'আলোচনা ফলপ্রসূ। আশা করছি, রাজনৈতিক এবং শিল্পী মহলের  এই যৌথ প্রচেষ্টায় ভালো কিছুই উঠে আসবে।' জাতির জনকের জন্মজয়ন্তী পালনের পাশাপাশি তিনি সমস্ত তারকাদের দেশের পর্যটন বিভাগের উন্নতির দিকটি দেখার জন্যেও অনুরোধ জানান।

‘‘পরিবর্তিত পৃথিবীতে দরকার গান্ধি ২.০'': প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে কিং খান

Advertisement

বলেন, বলিউড তারকাদের কাজ বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু করেছে। তিনি প্রত্যেকের কাজে গর্বিত। একই সঙ্গে তিনি প্রতিশ্রতি দেন, ভবিষ্যতে বলি তারকারা যাতে বিদেশে নিজেদের আরও বেশি করে মেলে ধরতে পারেন তার জন্য তিনি সমস্ত সাহায্য করবেন।

বৈঠকের পর আমির খান এবং শাহরুখ খান উভয়েই জানান, মোদিজির সঙ্গে আলোচনা করে বলিউড তৃপ্ত। তাঁর সঙ্গে এভাবেই আগামী দিনেও সমস্ত কাজে কাঁধে কাঁধ মিলিয়ে এগোবেন তারকারা। ভালো লেগেছে মোদিজির সৃজনশীল চিন্তা-ভাবনার শরিক হতে পেরে। দেশের উন্নতির জন্য সব সময়েই তাঁরা প্রধানমন্ত্রীর পাশে আছেন।

Advertisement