টুইটারে ভারতীয় দলের প্রশংসা করলেন আমির খান
হাইলাইটস
- ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে টুইট করলেন আমির খান
- তিনি জানান, ভারত বিশ্বকাপ জিতে গেছে
- ভারতীয় দলের প্রশংসা করেন বলিউড তারকারা
নিউ দিল্লি: বিশ্বকাপের (World Cup 2019) সেমিফাইনালে ভারত (IND) ও নিউজিল্যান্ড দাঁড়িয়েছিল একে অপরের মুখোমুখি। গত দু দিন ধরে চলেছে রোমাঞ্চকর শিহরণ, ছিল টানটান উত্তেজনা। প্রথমে ব্যাট করতে নেমে একদিকে যেমন নিউজিল্যান্ড ২৩৯ রান করতে সক্ষম হয়, অন্যদিকে তেমনি জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ভারতীয় শিবির তুলে নেয় ২২১ রান। ভারতের এই বিপর্যয় ভারতীয় ফ্যানদের হতাশ করলেও, প্রত্যেকে ভারতীয় খেলোয়ারদের খুবই প্রশংসা করেছে। ভারত-নিউজিল্যান্ডের ম্যাচের দিকে চোখ ছিল বলিউড তারকাদেরও। তারাও বিভিন্ন ভাবে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান (Amir Khan) এই ম্যাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি টুইটারে নিজের মতামত জানিয়ে ভারতীয় দলের খেলোয়ারদের প্রশংসা করেছেন, তার মতে ভারতের হারা হয়নি, বরং জিতেছে ভারত।
অভিনেতা আমির খান টুইট করে বলেছেন, ''বিরাট, আজ আমাদের দিনটাই ছিল খারাপ। আমার কাছে তো ভারত সেদিনই বিশ্বকাপ জিতে নিয়েছিল, যেদিন ভারত বিশ্বের এক নম্বর দল হিসাবে সেমিফাইনালে পা রেখেছিল। আপনারা প্রত্যেকেই খুবই ভালো খেলেছেন, কিন্তু বৃষ্টি না হলে বোধহয় পরিণাম অন্য কিছু হোত। কিন্তু আপনার যা করেছেন তাতে ভারতীয় হিসাবে আমরা প্রত্যেকে দলের জন্য গর্ববোধ করছি।'' আমির খান টুইটারে ভারতীয় দলের প্রশংসা করেছেন এবং তাদের দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করেছেন।
আমির খানা ছাড়াও ঋষি কাপুরও ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন, ''ভারত ও নিউজিল্যান্ড দুটি দলই খুব ভালো খেলেছে।'' টুইট করে জানিয়েছেন ঋষি কাপুর।
এঁরা ছাড়াও বলিউডের তারকা রিতেশ দেশমুখ, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, সোনাক্ষি সিনহা এবং করণ জোহরও ম্যাচ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। প্রত্যেকেই ভারতীয় দলের প্রশংসা করেছেন এবং তাদের সম্মান জানিয়েছেন।