আপের রাজ্য সম্মেলনে 14’টি জেলা থেকে মোট 300 জন সদস্য যোগ দেয়
কলকাতা: আম আদমি পার্টি (আপ) গতকাল জানাল আগামী ছ’মাসের মধ্যে রাজ্যে নিজেদের শক্তি কয়েকগুণ বৃদ্ধি করে শাসক দল তৃণমূল কংগ্রেসের ‘সেরা বিকল্প’ হয়ে ওঠার চেষ্টা শুরু করেছে তারা। “আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে, পশ্চিমবঙ্গে শাসক তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের একমাত্র বিকল্প হতে পারে কেবলই আম আদমি পার্টি। আমরা আমাদের সংগঠনকে রাজ্যের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দিল্লি থেকে প্রতি ছ’মাসে রাজ্য পরিদর্শনে এসে আমরা অগ্রগতির হালচাল বোঝার চেষ্টা করব”, বলেন আপের বর্ষীয়ান নেতা রাকেশ কুমার সিনহা। তাঁর কথায়, দল এখন সেই ধরনের সমাজকর্মীদের খোঁজে রয়েছে, যাঁরা স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে ন্যায়বিচারের জন্য লড়বে। এছাড়া, সাধারণ মানুষের সমস্যাগুলিও গুরুত্ব দিয়ে বিচার করে তা নিয়ে কথা বলবে।
গতকাল তিনি শহরে এসেছিলেন তাঁদের দলের তৃতীয় রাজ্য সম্মেলন উপলক্ষে। তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে লড়াই করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে আপ কর্তৃপক্ষ। আপের জাতীয় মুখপাত্র এবং দলের দিল্লি মহিলা শাখার প্রধান রিচা পান্ডে বলেন, আপের পশ্চিমবঙ্গের মহিলা শাখাও গতকাল দলের রাজ্য সম্মেলনের মাঝেই চালু করা হল। “আমরা মহিলাদের সমস্যা নিয়ে কথা বলব। তাঁদের নিরাপত্তা থেকে ক্ষমতায়ন পর্যন্ত সবকিছু নিয়েই কথা বলব আমরা”। মহিলা শাখার কাজের অগ্রাধিকার প্রসঙ্গে এই কথা বলেন তিনি।
আপের ওই রাজ্য সম্মেলনে 14’টি জেলা থেকে মোট 300 জন সদস্য যোগ দেয়। যেখানে আপের একটি রাজ্যস্তরের কমিটিও গঠন করা হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)