মজার ভিডিওয় সকলের উদ্দেশে বার্তা দিল আম আদমি পার্টি (ফাইল)
হাইলাইটস
- মজার ভিডিও শেয়ার করল আম আদমি পার্টি
- দেশে করোনা আক্রান্ত ১৭,০০০ ছাড়িয়েছে
- দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ১৮০০-রও বেশি
নয়াদিল্লি: সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া তথ্য অনুসারে দেশে আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। গত ২৪ ঘণ্টায় ১৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩৬ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫৪৩ জনের মৃত্যু হয়েছে দেশে। সুস্থ হয়ে গিয়েছেন ২,৫৪৭ জন। এরই মধ্যে সকলকে সচেতন করার উদ্দেশ্যে আম আদমি পার্টি (AAP) এক মজার ভিডিও পোস্ট করেছে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে।
৭ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা গিয়েছে দুই অ্যানিমেশন চরিত্রকে। তাদের মধ্যে একজন অন্যজনের কাছে জানতে চায়, সে হাত ধুচ্ছে কিনা কিংবা মাস্ক পরছে কিনা। পাশাপাশি সামাজিক দূরত্বও সে মানছে কিনা জানতে চায় তাও। তিনটি প্রশ্নেরই উত্তর না হওয়ায় তাকে আনফ্রেন্ড করে দেয় প্রশ্নকর্তা।
আপ এই ভিডিও শেয়ার করে লিখেছে, ‘‘যারা লকডাউন পালন করছে না তাদের আনফ্রেন্ড করে দিন।''
এই ভাবে মজার অ্যানিমেশনের মাধ্যমে হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মচো বিষয়কে সকলের সামনে তুলে ধরা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এই তিন নিয়ম মেনে চলা যে অবশ্য কর্তব্য, সেকথাই যেন তুলে ধরছে এই অ্যানিমেশন।
প্রসঙ্গত, কেবল ভারতই নয় গোটা বিশ্বে করোনা আতঙ্ক ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত ১৮০টি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লক্ষ। কেবল আমেরিকাতেই আক্রান্ত ৭ লক্ষের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০,০০০।