পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে ‘বোমাতঙ্ক’ (Bomb Scare) ছড়াল এলাকায়।
তারাপীঠ/পশ্চিমবঙ্গ: তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) কাছে পড়ে থাকা এক পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে ‘বোমাতঙ্ক' (Bomb Scare) ছড়াল এলাকায়। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। এদিন বিকেলের দিকে একটি ব্যাঙ্কের কাছে ওই ব্যাগটি অনেকক্ষণ ধরে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। আর তারপরই ছড়ায় আতঙ্ক। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষে পুজো দিতে বীরভূমের এই তীর্থস্থানে রাজ্য তো বটেই, প্রতিবেশী রাজ্য থেকেও হাজির হয়েছিলেন তারাপীঠে (Tarapith)। লাখ লাখ তীর্থযাত্রীদের মধ্যে অচিরেই ‘বোমাতঙ্ক' ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দ্রুত ব্যাগটি যেখানে পড়েছিল, তার আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়। খবর যায় বম্ব স্কোয়াডে।
নারদ কাণ্ডে ৩ তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা করার জন্যে অধ্যক্ষের অনুমতি চাইল সিবিআই: সূত্র
বীরভূমের পুলিশ সুপারিন্ডেন্ট শ্যাম সিংহ সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, ‘‘তারাপীঠ মন্দিরের খুব কাছে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। আমাদের কর্মীরা দ্রুত তীর্থযাত্রীদের ওখান থেকে সরিয়ে দেন। বম্ব ডিটেকশন স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি পরীক্ষা করে দেখছেন। এখনও পর্যন্ত তাতে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।''
তিনি আরও বলেন, ‘‘মন্দির চত্বরসহ গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকের বিশেষ তিথিতে বিপুল সংখ্যক মানুষ রাজ্যের বিভিন্ন অঞ্চল ও প্রতিবেশী রাজ্য থেকে এখানে আসছেন গতকাল থেকে। ৩০০০ পুলিশকর্মী গোটা এলাকায় মোতায়েন হয়েছে।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)