This Article is From Jan 24, 2020

উত্তরপ্রদেশে নববধূকে অপহরণ করে পাঁচদিন ধরে ধর্ষণ

পড়শি যুবকের লালসার শিকার নববধূ। অপহরণ করে প্রায় পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে এক তরুণীকে।

উত্তরপ্রদেশে  নববধূকে অপহরণ করে পাঁচদিন ধরে ধর্ষণ

পড়শি যুবকের লালসার শিকার নববধূ। অপহরণ করে প্রায় পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। (ছবি: প্রতীকী)

হাইলাইটস

  • নববধূকে অপহরণ করে ধর্ষণ
  • উত্তরপ্রদেশে গ্রেফতার পড়শি যুবক
  • নিজের খামার হাউজে আটকে রেখে ওই কুকর্ম করেছিল ওই অভিযুক্ত

পড়শি যুবকের লালসার শিকার নববধূ। অপহরণ করে প্রায় পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাদোহি জেলার এই ঘটনায় (Abduct-Rape) অভিযুক্ত বিশাল সরোজকে গ্রেফতার করেছে পুলিশ। এই কুকর্ম প্রসঙ্গে স্থানীয় থানার ষ্টেশন হেড সুরজ ভান শুক্রবার বলেছেন, একই গ্রামের বাসিন্দা বিশাল আর নিগৃহীতা। তিন মাস হল বিয়ে করে অভিযুক্তের গ্রামে এসেছেন বছর ১৯-এর ওই তরুণী। গত রবিবার সেই তরুণীর শ্বশুরবাড়ি এসে সরোজ দাবি করেছিল, নববধূর মা খুব অসুস্থ। মেয়েকে দেখতে চাইছেন। সে শুনে সরোজের সঙ্গে বাড়ির পথে রওনা দেন ওই তরুণী। এরপর গত বুধবার নিগৃহীতার শ্বশুরবাড়ির লোকেরা ওই তরুণীর মাকে দেখতে গেলে জানতে পারেন, সেখানে আসেননি ওই নববধূ। এরপর শুরু হয় খোঁজ, বাড়ে সরোজের ওপর সন্দেহ। 

'ওই পরিবার বৃহস্পতিবার আমাদের কাছে এসে অভিযোগ জানালে আমরা তল্লাশি শুরু করি।' শুক্রবার বলেন ওই পুলিশ আধিকারিক। এরপর অনেক খোঁজাখুঁজির পর একটা খেতের মধ্যে ছোট একটা ঘর থেকে অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় ওই ঘর সরোজের। এরপরই তাকে গ্রেফতার করে, ওই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিন জানিয়েছেন সুরজ ভান।     



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.