This Article is From Jan 28, 2020

মুসলিমরা ভারত দখল করবে, এমন ভয় ভিত্তিহীন: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) বলেন, মুসলিমরা ভারত দখল করে নেবে এই ভয়ের কোনও ভিত্তি নেই।

মুসলিমরা ভারত দখল করবে, এমন ভয় ভিত্তিহীন: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

মুসলিমরা ভারত দখল করে নেবে, এই ভয় অমূলক বলে জানালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

হাইলাইটস

  • মুসলিমরা ভারত দখল করবে এই ভয় ভিত্তিহীন বলে জানালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
  • এটা একটি গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত ব‌লে দাবি করেন তিনি
  • কলকাতায় নিজের বইয়ের উদ্বোধনে এসে একথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ
Kolkata:

কেন্দ্রে ক্ষমতাসীন দলের আশপাশের লোকেরা মুসলিমদের (Muslim) জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে কথা বলে আসলে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছেন। কলকাতায় এসে একথা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) বলেন, মুসলিমরা ভারত দখল করে নেবে এই ভয়ের কোনও ভিত্তি নেই। এব্যাপারে আমেরিকার সঙ্গে ভারতের তুলনা করে তিনি বলেন, ‘‘ভারত ও আমেরিকা একটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে একই রকম। সংখ্যালঘুরা এখানে সংখ্যালঘুই। তারা প্রভাবশালী হওয়ার ধারেকাছে নেই।'' সোমবার বিকেলে ‘টাটা স্টিল কলকাতা লিটারারি মিট'-এ যোগ দিতে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি এবং তাঁর স্ত্রী ও সঙ্গী নোবেলজয়ী গবেষক এস্থার ডুফ্লো মিলে একটি বই লিখেছেন, যার নাম ‘গুড ইকনোমিকস ফর হার্ড টাইম'। সেই বইয়ের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন অভিজিৎ।

সংখ্যালঘুদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, শাসক দলের ঘনিষ্ঠ মহল থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির কথা বলে সকলকে সতর্ক হতে বলা হচ্ছে। আসলে এটা একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত।

তিনি বলেন, ‘‘বলা যায়, সংখ্যালঘুদের পুরো গোষ্ঠীই আপেক্ষিক ভাবে অর্থনৈতিক ও শিক্ষাগত ভাবে বঞ্চিত।''  

তিনি আরও বলেন, আমেরিকায় আফ্রিকান আমেরিকান ও মেক্সিকানরা সংখ্যালঘু। সেখানেও তাঁদের ঘিরে একই মনোভাব চোখে পড়ে বলে জানান অভিজিৎ।

তিনি জানান, ‘‘আপনারা ভয় পাচ্ছেন অন্য গোষ্ঠী বেশি শক্তিশালী হয়ে পড়বে। কিন্তু এখানে সেটা বাস্তবানুগ নয়। আমি মনে করি না এখানে এমন কোনও সত্যি ভয়ের কারণ আছে যে মুসলিমরা দেশ দখল করে নেবে।''

তাঁর রাজনৈতিক আঙিনায় প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দিয়ে অভিজিৎ বলেন, তিনি এস্থার ও সেন্ধিল মুল্লাইনাথনের সঙ্গে জে-পল নামের সংগঠন গড়ে তুলেছেন। সেই সংগঠন যে কারও জন্য যে কোনও রকমের কাজ করার জন্য দায়বদ্ধ। রাজনৈতিক ময়দানে প্রবেশ করলে সেই সংগঠনের কোনও লাভ হবে না বলে জানান তিনি।

ওই সংগঠনের মাধ্যমে দরিদ্রদের জন্য কাজ করার কথা বলে অভিজিৎ বলেন, ‘‘এটাই এখনও সত্যিকারের ভাল অপশন।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.