শুক্রবারই পাকিস্তান অভিনন্দনকে ছেড়ে দেবে বলে জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
নিউ দিল্লি: বুধবার ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকিস্তান। তারপর থেকেই গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছিল তাঁর জন্য প্রার্থনা। সেই প্রার্থনার সুর মিলে গিয়েছিল চেনা কয়েকটি বাক্যের মধ্য দিয়েই। সুস্থ অবস্থায় ও নিরাপদে দেশে ফিরে আসুন অভিনন্দন। এমনটাই চাইছিল দেশবাসী। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিলেন, শান্তিপ্রক্রিয়া বজায় রাখতে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার ছেড়ে দেবে পাকিস্তান। ইমরান খানের এই ঘোষণার পর সারা দেশেই খুশির হাওয়া। তাঁর বাবা এস বর্তমান বলেন, "আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। অভি এখনও বেঁচে আছে। আহত হয়নি। মনের দিক দিয়েও একইরকম দৃঢ়। কী সাহস নিয়ে ও কথা বলছিল, দেখেছেন? একজন প্রকৃত যোদ্ধা। আমরা সকলে ওর জন্য গর্ব অনুভব করছি"।
আম আদমি পার্টির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "আশা করছি খুব তাড়াতাড়িই ঘরে ফিরে আসবে অভিনন্দন"।
পিপল'স ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বলেন, "পাকিস্তানের এই পদক্ষেপ অত্যন্ত সম্মানজনক। দু'দেশের মধ্যে এই মুহূর্তে চলা প্রবল টেনশন অনেকটাই কমবে এই পদক্ষেপের ফলে, সেই আশা রাখি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে তাঁকে নিজেদের হেফাজতে রেখে টেনশন আরও জিইয়ে রাখতে পারত পাকিস্তান। যা ওরা করেনি। আমাদের দেশের নেতাদেরও ব্যাপারটিকে ইতিবাচকভাবেই দেখে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত"।
টুইট করেন কাশ্মীরের আরেক গুরুত্বপূর্ণ নেতা ওমর আবদুল্লাও। তাঁর উপদেষ্টা তনভির সাদিক টুইটটি করেন। সেখানেও অভিনন্দনের মুক্তির খবরে উচ্ছ্বাসপ্রকাশ করেছেন ওমর আবদুল্লা।
টুইট করে নিজের আনন্দ ও দুশ্চিন্তামুক্তির কথা শেয়ার করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরও নিজের খুশি হওয়ার বার্তাটি প্রকাশ করেন টুইটারের মাধ্যমে।