This Article is From Mar 01, 2019

ফিরে আসছেন অভিনন্দন বর্তমান,আট্টারি-ওয়াঘায় বাতিল রিট্টিট

বুধবার একটি পাকিস্তানী যুদ্ধবিমানকে গুলি করে নামান অভিনন্দন বর্তমান, তারপরেই তাঁর বিমানটিও পড়ে যায় এবং তাঁকে আটক করে পাকিস্তান।

ফিরে আসছেন অভিনন্দন বর্তমান,আট্টারি-ওয়াঘায় বাতিল রিট্টিট

আট্টারি-ওয়াঘা সীমান্ত: রিট্রিট সেরিমনি দেখতে হাজির হন কয়েক হাজার মানুষ।

নিউ দিল্লি:

পাকিস্তান থেকে অভিনন্দন বর্তমানের ফেরার অপেক্ষায় রয়েছে ভারত, আর সেই কারণেই শুক্রবার বিকেলের আট্টারি-ওয়াঘা সীমান্তে বাতিল করে দেওয়া হল দৈনিক বিটিং দ্য রিট্টিট অনুষ্ঠান।বুধবার নিয়ন্ত্রণ রেখায় বায়ুসেনার যুদ্ধ চলাকালীন তাঁর বিমান পড়ে যায় এবং উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান।

প্রায় অর্ধশতক পর দুই দেশের বায়ুসেনার যুদ্ধের পর উত্তেজনায় ইতি টানার ইঙ্গিত দিয়ে ইমরান খান ঘোষণা করেন, শান্তির পদক্ষেপ হিসাবে মুক্তি দেওয়া হবে অভিনন্দন বর্তমানকে।

বিকেলেই ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন অভিনন্দন

আজ বিকেলে আট্টারি-ওয়াঘা সীমান্তে উইঁ কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আজ বিকেলে আট্টারি-ওয়াঘা সীমান্তে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান থেকে তাঁকে বিশেষ বিমানে আনতে চেয়েছিল ভারত, কিন্তু অনুমতি মেলে নি।সূত্রের খবর, অভিনন্দন বর্তমানের ফেরা নিয়ে ওয়াঘা সীমান্তে সংবাদমাধ্যমের ভিড় চায় না ভারত।

.