This Article is From Mar 03, 2019

উৎসবের মেজাজ অভিনন্দন বর্তমানের স্কুলে! ছাত্র অবস্থায় কেমন ছিলেন এই পাইলট?

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার নাগাদ অভিনন্দন বর্তমানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে স্কুলে বিশেষ প্রার্থনাও আয়োজন করা হয়। পিল্লাই বলেন, “ভারতে ফিরে আসার পর, ওই অভিজ্ঞতার ধকল কাটিয়ে ওঠার পরে আমরা ওনাকে তাঁর স্কুলে আসার আমন্ত্রণ জানাব।”

উৎসবের মেজাজ অভিনন্দন বর্তমানের স্কুলে! ছাত্র অবস্থায় কেমন ছিলেন এই পাইলট?

শুক্রবার রাতে ভারতে ফেরেন অভিনন্দন বর্তমান

বেঙ্গালুরু:

ভারতের এই মুহূর্তের সবথেকে বিখ্যাত নাম উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) সুস্থভাবে দেশে ফিরে আসার পরে উৎসবের মেজাজ দেখা গিয়েছে বেঙ্গালুরুর কেভি-এনএএল (KV-NAL) স্কুলেও (Abhinandan Varthaman School)। দেশের সাহসী এই যোদ্ধা এই স্কুলেই পড়াশোনা করেছেন ছোটবেলায়। অভিনন্দন নিরাপদে ফিরে আসার পরে তাঁর স্কুল কেন্দ্রীয় বিদ্যালয়ের (এনএএল) মূল প্রবেশ দ্বারে অভিনন্দনের বিশাল ছবি টাঙানো হয়েছে। পোস্টারে লেখা হয়েছে। “ব্রাভো! উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আইএএফ (কে ভি এনএল অ্যালামনি ১৯৯৮-১৯৯৯) আমরা, কেভি-এনএএল, বেঙ্গালুরু পরিবার আন্তরিকভাবে আপনাকে সালাম জানাচ্ছি এবং মাতৃভূমিতে নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি! জয়হিন্দ!” পাকিস্তানে বন্দী ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছিল, তা পড়েই আনন্দ শঙ্কর তার মা দুর্গা শিবকুমারকে আমেরিকা থেকে ফোন করে জানান, এই পাইলট স্কুলে তাঁর জুনিয়র ছিলেন। 

হাসপাতালে থাকা অভিনন্দন বর্তমানকে দেখতে এলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন

via1k7r8

স্কুলের প্রাক্তন শিক্ষক, দুর্গা শিবকুমার স্মরণ করছিলেন পড়ুয়া এই ছেলেটির ছোটবেলার কথা এবং তাঁর ছেলে তাঁকে আরও জানান যে অভিনন্দনের স্ত্রী তানভীও (Abhinandan  Varthaman's wife Tanvi) কেভি-এনএএলেরই প্রাক্তন ছাত্রী। দুর্গা বলেন, “ছেলের থেকে শুনে অভিনন্দন ও তনভীর কথা মনে পড়ে যায়ু। আমি ওদের পড়াইনি। কিন্তু আমার মনে আছে ও সব খেলাতে এবং স্কুলের নানা অনুষ্ঠানে অংশ নিত। স্কুলের পাঁচটি হাউসের একটির নেতা ছিল অভিনন্দন।” একাদশ শ্রেণিতে অভিনন্দন ভার্থান কেভি-এনএএলে পড়তে আসেন। এর আগে, তিনি কেভি-ডিআরডিওতে (KV-DRDO) ছিলেন।

পাকিস্তানে মানসিক নির্যাতন করা হয়েছে অভিনন্দন বর্তমানের ওপর, জানাল সূত্র

স্কুলে যোগদানের এক বছরের মধ্যে, তিনি তাঁর শিক্ষকদের উপর এত গভীর ছাপ ফেলেছিলেন যে তারা তাঁকে হাউসের নেতা করে দেন। স্কুলের অধ্যক্ষ মনোহরন পিল্লাই স্মরণ করে বলেন, “ওই সময় একমাত্র অভিনন্দনই ওই হাউসের নেতা হওয়ার মতো ছিল।" পিল্লাই আরও বলেন, “ওর কথা শোনার পর চোখের জল ধরে রাখতে পারিনি। যে স্কুলের আমি আজ অধ্যক্ষ সেই স্কুলে এমন একজন সাহসী আইএএফ পাইলট পড়াশোনা করেছে।”

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার নাগাদ অভিনন্দন বর্তমানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে স্কুলে বিশেষ প্রার্থনাও আয়োজন করা হয়। পিল্লাই বলেন, “ভারতে ফিরে আসার পর, ওই অভিজ্ঞতার ধকল কাটিয়ে ওঠার পরে আমরা ওনাকে তাঁর স্কুলে আসার আমন্ত্রণ জানাব।”



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.