রাত ১১.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।
হাইলাইটস
- নিজের পাঁচ বছরের ছেলের সামনেই খুন হলেন এক ব্যক্তি
- তিনি দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী ছিলেন
- পুলিশের ধারণা পারিবারিক অশান্তির জেরেই তিনি খুন হয়েছেন
নিউ দিল্লি: দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক কর্মীকে রবিবার রাতে তার পাঁচ বছরের ছেলের সামনে গুলি করে খুন করলো আততায়ীর। ঘটনাটি ঘটেছে নিউ উসমানপুর এলাকায় রাত ১১.৪৫ মিনিট নাগাদ। আকিবুদ্দিন (৪০) নামক ওই ব্যক্তি ওইসময় নিজের ছেলে আর বোনকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
চোখের সামনে নিজের বাবার গায়ে একাধিক গুলি লাগতে দেখে ছেলেটি দৌড়ে বাড়ির ভিতরে যায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের মর্মান্তিক ঘটনার কথা জানায়।
আরও পড়ুনঃ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার হল কলকাতা থেকে
মৃতের পরিবারের সদস্যদের বক্তব্য পাঁচজন আততায়ী তাদের মাকে সঙ্গে নিয়ে এলাকায় আকিবুদ্দিনের জন্য অপেক্ষা করছিল। সংবাদসংস্থা এএনআই-কে মৃতের বোন রেহমত জানান, "বাড়ির সামনে এসে দেখি ওই পাঁচজন আমাদের অপেক্ষায় বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। দাদাকে দেখেই তারা গুলি চালায়। নিজেদের মায়ের উপস্থিতিতেই আততায়ীরা এমন নৃশংস কান্ড ঘটিয়েছে।"
তদন্তে জানা গিয়েছে পারিবারিক বিবাদের সূত্রেই আকিবুদ্দিন খুন হয়েছে এবং খুনিরা ওই পরিবারের পরিচিত। তদন্তে নেমেছে পুলিশ।