This Article is From Feb 01, 2020

‘রামায়ণ’-এর পরেই কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, জানালেন পর্দার ‘রাম’ অরুণ গোভিল

অরুণ গোভিলের কথায়, ‘‘ওটাই হয়ে দাঁড়িয়েছিল আমার কেরিয়ারের সবথেকে মাইনাস পয়েন্ট। আমি বুঝতে পেরেছিলাম আমি আর শোবিজের জগতে ফিরতে পারব না।’’

‘রামায়ণ’-এর পরেই কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, জানালেন পর্দার ‘রাম’ অরুণ গোভিল

পর্দার ‘রাম’ অরুণ গোভিল পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা।

হাইলাইটস

  • পর্দার ‘রাম’-কে একডাকে চিনত সারা ভারত
  • কিন্তু সেই জনপ্রিয়তাই তাঁর কেরিয়ারকে শেষ করে দিয়েছিল, জানালেন অরুণ গোভিল
  • গত ১৪ বছরে তিনি কোনও কাজ করেননি বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা
নয়াদিল্লি:

অভিনেতা অরুণ গোভিলকে (Arun Govil) সারা ভারত একডাকে চিনত আটের দশকে। রামানন্দ সাগরের ‘রামায়ণ' (Ramanand Sagar's Ramayan) টিভি সিরিয়ালে তিনিই ছিলেন রাম। ১৯৮৭ থেকে ১৯৮৮ পর্যন্ত চলা সেই মেগা ধারাবাহিকের নায়ক পৌঁছে গিয়েছিলেন খ্যাতির উত্তুঙ্গ উচ্চতায়। কিন্তু সেই খ্যাতিই যেন হয়েছিল তাঁর সাফল্যের অন্তরায়! তেমনটাই জানাচ্ছেন ৬২ বছরের অভিনেতা। অরুণ জানিয়েছেন, ওই সিরিয়ালের সাফল্যের পরে প্রযোজকরা তাঁকে আর বাণিজ্যিক ছবির উপযুক্ত মনে করেননি। ফলে তাঁর কেরিয়ার স্থবিরতার সম্মুখীন হয়। The Times Of India-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, তিনি আর সেভাবে পর্দায় বড় কোনও সুযোগ পাননি। তিনি বলেন, ‘‘একদিকে একটি সিঙ্গল শো আমাকে অপরিসীম ভালবাসা ও প্রশংসা দিয়েছিল। কিন্তু অন্য দিকে আমার কেরিয়ার স্থবির হয়ে গিয়েছিল। শোবিজের জগতে আর কয়েকটা বছর কাটিয়ে আমি দাঁড়ি টেনে দিয়েছিলাম আমার কেরিয়ারে। গত ১৪ বছরে আমি কিছুই করিনি। কেবল কয়েকটি বিশেষ উপস্থিতি ছাড়া।''

আত্মহত্যা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী Sejal Sharma-এর! কেন?

তিনি আরও বলেন, ‘‘আমি অভিনয় একেবারে ছাড়িনি। তবে কেবল মাত্র ভাল কিছু পেলে তবেই করব।''

‘রামায়ণ'-এর পরে কীভাবে তাঁকে স্ট্রাগল করতে হয়েছে সেকথা বলতে গিয়ে অরুণ বলেন, ‘‘আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম একজন হিন্দি ছবির নায়ক হিসেবে। এরপর আমি যখন বলিউডে ফিরতে চাইলাম প্রযোজকরা বললেন, ‘রাম হিসেবে তোমার ইমেজ এতই শক্তিশালী, আমরা তোমাকে অন্য কিছুতে কাস্ট করতে পারব না।' ওঁদের মনে হয়েছিল আমি আর বাণিজ্যিক ছবির যোগ্য নই।''

Celeb Headstand: মুখ দেখা যাচ্ছে না এই সেলিব্রিটির, কে ইনি, অনুমান করতে পারবেন?

তিনি আরও বলেন, ‘‘ওটাই হয়ে দাঁড়িয়েছিল আমার কেরিয়ারের সবথেকে মাইনাস পয়েন্ট। আমি বুঝতে পেরেছিলাম আমি আর শোবিজের জগতে ফিরতে পারব না। কয়েকটি টিভি শোয়ে অভিনয় করেছিলাম। কিন্তু যখনই কিছু করতে চেয়েছি মানুষ আমাকে প্রত্যাখ্যান করে বলেছে, আরে রামজি কী করছে এটা।''

রামানন্দ সাগরের ‘রামায়ণ'-এ অরুণ গোভিলের বিপরীতে সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিকালিয়া। লক্ষ্মণের ভূমিকায় ছিলেন সুনীল লাহিড়ী। এছাড়াও ওই সিরিয়ালে দেখা গিয়েছিল কয়েকজন জনপ্রিয় বলিউড অভিনেতা-অভিনেত্রীদের। যেমন, ললিতা পাওয়ার করেছিলেন মন্থরার ভূমিকা, হনুমান হয়েছিলেন দারা সিংহ।

অরুণ গোভিল বেশ কিছু হিন্দি, ভোজপুরী, ওড়িয়া তেলুগু ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন বেশ কিছু টিভি শোয়ে।

.