This Article is From May 24, 2020

করোনা আক্রান্ত অভিনেতা কিরণ কুমার! কোয়ারান্টাইনে বর্ষীয়ান তারকা

কিরণ কুমার জানাচ্ছেন, ‘‘আমার আগেও কোনও লক্ষণ ছিল না। এখনও নেই। জ্বর বা সর্দি-কাশি কিছুই হয়নি। আমি ভালই আছি।’’

করোনা আক্রান্ত অভিনেতা কিরণ কুমার! কোয়ারান্টাইনে বর্ষীয়ান তারকা

জনপ্রিয় অভিনেতা কিরণ কুমারের শরীরে মিলেছে কোভিড-১৯ সংক্রমণ। (ফাইল ছবি)

হাইলাইটস

  • কোভিড-১৯ পজিটিভ অভিনেতা কিরণ কুমার
  • তিনি জানিয়েছেন, তিনি নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন
  • ২৬ বা ২৭ মে তাঁর দ্বিতীয় পরীক্ষা হওয়ার কথা
নয়াদিল্লি:

করোনা (Coronavirus) আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার (Kiran Kumar)। তাঁকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই একথা জানিয়েছে। ৭৪ বছরের অভিনেতা জানিয়েছেন, তিনি গত ১৪ মে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তাঁর কোভিড-১৯ পরীক্ষা হয়। কিরণ কুমার জানিয়েছেন, তাঁর শরীরে সংক্রমণের কোনও চিহ্ন নেই। পিটিআইকে তিনি জানাচ্ছেন, ‘‘আমার কোনও লক্ষণই ছিল না। আমি এক হাসপাতালে গিয়েছিলাম মেডিক্যাল চেক আপের জন্য। কোভিড-১৯ পরীক্ষা সেখানে আবশ্যক ছিল। তাই আমারও পরীক্ষা হয়। পরীক্ষার ফল হাতে আসার পর জানতে পারি আমি করোনা ভাইরাসে সংক্রমিত। কিন্তু আমার আগেও কোনও লক্ষণ ছিল না। এখনও নেই। জ্বর বা সর্দি-কাশি কিছুই হয়নি। আমি ভালই আছি। এই মুহূর্তে নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছি।''

তিনি আরও জানিয়েছেন, পরিবার-পরিজনদের থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন তিনি। ২৬ বা ২৭ মে তাঁর দ্বিতীয় পরীক্ষা হবে। তিনি জানাচ্ছেন, ‘‘আমার পরিবার থাকে তিনতলায়। বর্তমানে আমি থাকি চারতলায়। ২৬ বা ২৭ মে আমার দ্বিতীয় পরীক্ষা হবে। এই মুহূর্তে আমি সুস্থই রয়েছি।''

জনপ্রিয় অভিনেতা জীবনের ছেলে কিরণ কুমার বহু বিখ্যাত টিভি শো-তে মুখ দেখিয়েছেন। যেমন- জিন্দেগি, ঘুটন, সাহিল, মঞ্জিল, অউর ফির একদিন ইত্যাদি। পাশাপাশি বহু ছবিতেও তিনি অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যা তেজাব, ধড়কন, জানি দুশমন, ববি জাসুস ইত্যাদি।

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পর থেকে সারা বিশ্বে ত্রাসের সঞ্চার করেছে করোনা ভাইরাস। এই ভাইরাসের প্রকোপে আক্রান্ত হয়েছেন বহু সেলেব্রিটিও। বলিউডের টম হ্যাঙ্কস, ইদ্রিস এলবার মতো তারকাদের পাশাপাশি ভারতেও কণিকা কাপুর, ইন্দিরা ভার্মার মতো তারকারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।

(তথ্য সহায়তা: পিটিআই)

.